AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medicine: আর ওষুধের পুরো পাতা কিনতে হবে না, প্রতিটি ট্যাবলেটের মোড়কেই থাকবে মেয়াদ উত্তীর্ণের তারিখ!

Medicine: সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ট্যাবলেটের পাতার প্রতিটি অংশে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট দেখা যায়। একইভাবে, একটি ট্যাবলেট কিনলেও সেটিতে সমস্ত ধরণের তথ্য দেখা যাবে।

Medicine: আর ওষুধের পুরো পাতা কিনতে হবে না, প্রতিটি ট্যাবলেটের মোড়কেই থাকবে মেয়াদ উত্তীর্ণের তারিখ!
| Edited By: | Updated on: May 26, 2023 | 1:48 AM
Share

নয়া দিল্লি: বর্তমানে ওষুধ কিনতে গেলে একটা-দুটো ট্যাবলেট (Tablet) সাধারণত পাওয়া যায় না। ওষুধের (Medicines) দোকানদাররা বেশিরভাগ ক্ষেত্রেই পুরো পাতা নিতে বাধ্য করেন। যা গ্রাহকদের (Customers) পকেটে চাপ বাড়ায়। তবে এবার গ্রাহকদের এই সমস্যা থেকে উত্তোরণের জন্য সরকার নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয় বলছে, গ্রাহকদের সমস্যা সমাধানে ওষুধ শিল্পের সঙ্গেও আলোচনা চলছে। সূত্রের খবর, নতুন প্ল্যানে পরিবর্তন আনা হচ্ছে, যাতে গ্রাহকদের ট্যাবলেট বা ক্যাপসুলের পুরো পাতা কিনতে হবে না। গ্রাহক তাঁর প্রয়োজনমতো দু-চারটে ট্যাবলেট কিনতে পারেন। এর জন্য, রসায়নবিদরাও (Chemist) গ্রাহকদের পুরো পাতা কিনতে বাধ্য করতে পারবেন না। কোনও ওষুধের দোকানদার যদি গ্রাহককে পুরো ওষুধের পাতা কিনতে বাধ্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে।

প্রতিটি ট্যাবলেটে QR কোড থাকবে সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ট্যাবলেটের পাতার প্রতিটি অংশে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট দেখা যায়। একইভাবে, একটি ট্যাবলেট কিনলেও সেটিতে সমস্ত ধরণের তথ্য দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী, উপভোক্তা বিষয়ক মন্ত্রক ওষুধ শিল্পগুলির সঙ্গে সহযোগিতায় একটি পরিকল্পনা তৈরি করছে যাতে, QR কোড ওষুধের পাতার উভয় পাশে বা প্রতিটি ট্যাবলেটে দেওয়া যেতে পারে।

অভিযোগের সংখ্যা বৃদ্ধি ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন (NCH) অনুসারে, ওষুধের পুরো পাতা কিনতে বাধ্য করা, ওষুধের মেয়াদ উত্তীর্ণের সময় দেখতে না পাওয়া সহ গ্রাহকদের নানা অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। NCH ​​উপভোক্তা বিষয়ক মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। এর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রক বিভিন্ন বিকল্প পথ বিবেচনা করছে। মন্ত্রক সম্প্রতি ফার্মা এবং মেডিক্যাল ডিভাইস শিল্পগুলির সঙ্গে একটি বৈঠক করেছে, যেখানে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI)-এর শীর্ষ কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন।