Messi World Cup Goal: মেসির গোলে দাম চড়ল এই সংস্থার শেয়ারের, লাভের মুখ দেখছেন বিনিয়োগকারীরা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 19, 2022 | 7:15 PM

Messi World Cup Goal: আর্জেন্টিনার জয়ের পর দাম বেড়েছে অ্য়াডিডাসের শেয়ারের। এদিকে ফ্রান্সের হারের পরে দাম পড়েছে নাইকির শেয়ারের।

Messi World Cup Goal: মেসির গোলে দাম চড়ল এই সংস্থার শেয়ারের, লাভের মুখ দেখছেন বিনিয়োগকারীরা
বর্তমানে আলোচনার টপ লিস্টে রয়েছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তবে শুধু বর্তমান নয়, তাঁর বাঁ পায়ের জাদু সবসময়ই সান্ধ্য আড্ডার মুখরোচক বিষয়। তবে সম্প্রতি ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ফেরায় অনেকেই সেই মুহূর্তে থেকে এখনও বের হতে পারছেন না। তবে এই প্রিয় ফুটবল তারকাকে মাঠে তো অনেকেই চেনেন তবে তাঁর নামে কত সম্পত্তি আছে তাঁর হিসেব কি কেউ দিতে পারবেন?

Follow Us

মহাযুদ্ধ শেষ। কাতার বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ ২০২২ ঘিরে উত্তেজনায় ফুটছিল গোটা বিশ্ব। একমাসব্যাপী এই ফুটবল উৎসব শেষ। আর যুদ্ধশেষে জয়ী হয়েছে আর্জেন্টিনা। উৎসবের সেরা উপহার লিওলেন মেসির হাতে। শুধু যে ফুটবল জগত আর ফুটবল প্রেমীদের মনেই উৎসব সেটা বলা হয়ত ভুল হবে। উৎসবের মেজাজ শেয়ার বাজারে অ্যাডিডাসে বিনিয়োগকারীদের মধ্যেও।

উৎসব অ্য়াডিডাসে বিনিয়োগকারীদের মধ্যেও:

কাতারে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। আর আর্জেন্টিনা দলের স্পনসর ছিল অ্যাডিডাস (Adidas) এবং প্রতিপক্ষ দল ফ্রান্সের স্পনসর ছিল নাইকি (Nike)। কাতারের বিশ্বকাপের উত্তাপ এসে পড়েছে এই দুই কোম্পানির শেয়ারেও।

গতকাল আর্জেন্টিনার জয়ের পরই তড়তড়িয়ে বাড়ে অ্যাডিডাসের শেয়ারের মূল্য। ফলে স্বাভাবিকভাবেই মুখে হাসি ফোটে অ্য়াডিডাসের শেয়ারে বিনিয়োগকারীদের। মেসির হাতে সোনার কাপের পাশাপাশি তাঁদের ঝাঁপিতেও আসে লক্ষ্মী। গতকাল কাতার বিশ্বকাপে মেসি চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেওয়ার পরই ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে অ্যাডিডাসের শেয়ার বাড়ে ১.৯৩ শতাংশ।

মুখে বেজার নাইকির শেয়ারে বিনিয়োগকারীদের:

তবে খুশির জোয়ারে যেরকম গা ভাসিয়েছেন অ্যাডিডাসের বিনিয়োগকারীরা উল্টো ছবি দেখা গিয়েছে নাইকির বিনিয়োগকারীদের ক্ষেত্রে। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হারের পরই পড়ে গিয়েছে শেয়ার বাজারে নাইকির দর। নাইকির শেয়ার কমেছে ১.৯৬ শতাংশ। ফলে শুধুমাত্র মাঠেই আটকে নেই, শেয়ার বাজারেও চলছে বিশ্বকাপ জ্বরের প্রভাব।

প্রসঙ্গত, সারা বছর খুব একটা ভাল পারফরম্যান্স ছিল না অ্যাডিডাসের শেয়ারের। গত এক বছরে অ্য়াডিডাসের শেয়ার পড়েছে ১২৩ ইউরো। আর ঠিক বিশ্বকাপের আগে থেকেই মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে এই সংস্থার শেয়ার। গত ৩ নভেম্বরের তুলনায় বর্তমানে এই শেয়ারের দাম প্রায় ২৮ শতাংশ বেশি রয়েছে।

Next Article