সান ফ্রান্সিসকো: নতুন বছরের এক মাসও কাটেনি। তার মধ্যেই খারাপ খবর। একসঙ্গে চাকরি হারাতে চলেছেন ৩৬০০ কর্মী। বড় সিদ্ধান্ত মেটা-র। মার্ক জুকারবার্গ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। মেটার অধীনস্থ ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সংস্থাজুড়েই এই ছাঁটাই করা হবে।
মোট কর্মক্ষমতার ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ। জানা গিয়েছে, যাদের পারফরম্যান্স খারাপ, যারা নিজেদের কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণ করতে পারেননি, তাদের ছাঁটাই করা হবে।
গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, মেটা-এ মোট ৭২ হাজার ৪০০ কর্মী রয়েছে। এদের মধ্যে থেকেই প্রায় ৩৬০০ কর্মী চাকরি খোয়াতে চলেছেন। কোম্পানির অভ্যন্তরীণ মিটিংয়ে জুকারবার্গ বলেছেন, “আমি পারফরম্যান্স ম্যানেজমেন্টের সীমারেখা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অদক্ষ কর্মীদের বের করে দেওয়া হবে। তার বদলে নতুন দক্ষ কর্মচারী নিয়োগ করা হবে।”
জুকারবার্গ জানিয়েছেন, কোম্পানিতে যাতে সেরা প্রতিভারাই স্থান পায় এবং নতুন নতুন কর্মীরা কাজের সুযোগ পায়, তার জন্যই এই সিদ্ধান্ত।
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে মাইক্রোসফট কোম্পানিও পারফরম্যান্স বা কাজের ভিত্তিতে ১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। এবার সেই পথে হাঁটল মেটা-ও। তবে একদিকে যেমন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছে, তেমনই নতুন কর্মী নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে।