WhatsApp-এ ওই নীলচে-বেগুনি গোল জিনিসটা কী? ম্যাজিক দেখুন ক্লিক করে…

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 02, 2024 | 1:23 PM

Meta AI: বর্তমানে কাজ সহজ করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হচ্ছে। আপনার দৈনন্দিন কাজে যদি কখনও কোনও তথ্য জানার থাকে বা কোনও পরিকল্পনা করার থাকে, তবে মেটা এআই ব্যবহার করে এই কাজ নিমেষেই করতে পারেন। 

WhatsApp-এ ওই নীলচে-বেগুনি গোল জিনিসটা কী? ম্যাজিক দেখুন ক্লিক করে...
মেটা এআই।
Image Credit source: WhatsApp

Follow Us

নয়া দিল্লি: মিনিটে মিনিটে চেক করেন হোয়াটসঅ্যাপ, কিন্তু সেই অ্যাপে নতুন কিছু কি চোখে পড়েছে?  হোয়াটসঅ্যাপ খুললেই উপরে একটা নীলচে-বেগুনি রঙের গোল রিং দেখা যাচ্ছে। খেয়াল করেছেন এটা? শুধু মোবাইলেই নয়, কম্পিউটারেও হোয়াটসঅ্যাপ খুললে, দেখা যাচ্ছে এই রঙিন রিং। কিন্তু এর কাজ কী?

আসলে আমার-আপনার সুবিধার জন্যই বিশেষ সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা মেটা (Meta)। কৃত্রিম বুদ্ধিমত্তা কেড়ে নিচ্ছে মানুষের কাজ। তবে অনেক কাজ সহজও হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে। সেই সুবিধাই এবার পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেও।

এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি যেমন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারবেন, তেমনই আবার নিজের ইচ্ছা মতো কোনও ছবিও বানিয়ে নিতে পারবেন। যেকোনও বিষয়ে মনে প্রশ্ন জাগলেও আপনি মেটা এআই-র কাছ থেকে জানতে পারবেন।

কীভাবে এআই টুল ব্যবহার করবেন? 

আপনাকে প্রথমেই হোয়াটসঅ্যাপের ওই গোলাকার আইকনে ক্লিক করতে হবে। এবার আপনার সামনে চ্যাটবক্স খুলে যাবে। সেখানে আপনি এআই-কে প্রম্পট বা নির্দেশ দিন।  এআই আপনার প্রশ্নের যথাসম্ভব সঠিক উত্তর দেবে।

ধরুন, আপনি কাশ্মীরের অপরূপ সৌন্দর্য্য দেখতে চান। তাহলে আপনি মেটা এআই-র চ্যাটবক্সে লিখুন, বিউটিফুল কাশ্মীর ভ্য়ালি ইমেজ। সঙ্গে সঙ্গে এআই আপনাকে সেই ছবি দেখাবে। এই ছবি আপনি ডাউনলোড করে ব্যবহারও করতে পারবেন।

AI-কে প্রশ্ন করুন এভাবে।

এর সুবিধা কী?

বর্তমানে কাজ সহজ করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হচ্ছে। আপনার দৈনন্দিন কাজে যদি কখনও কোনও তথ্য জানার থাকে বা কোনও পরিকল্পনা করার থাকে, তবে মেটা এআই ব্যবহার করে এই কাজ নিমেষেই করতে পারেন।

এর সবথেকে বড় সুবিধা হল, আপনাকে কোনও আলাদা এআই (AI) প্ল্যাটফর্মের আশ্রয় নিতে হবে না। মেটা এআই ব্যবহার করার জন্য আপনাকে সাবস্ক্রিপশনের খরচও  দিতে হবে না। বর্তমানে ইন্সটাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ  মেটা এআই ব্য়বহার করতে পারবেন।

ফোনে যদি এই অপশন দেখতে না পান, তবে প্লে-স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন, দেখবেন আপনা-আপনি চলে এসেছে মেটা এআই।

Next Article