Meta: ১১,০০০-র পর আবারও ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 07, 2023 | 9:49 AM

Meta: ফের কাজ হারাতে বসেছেন মেটার কর্মীরা। গত নভেম্বরেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা।

Meta: ১১,০০০-র পর আবারও ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার
ফাইল চিত্র

Follow Us

ফের একবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুক (Facebook) ও ইনস্টগ্রামের (Instagram) মালিক সংস্থা মেটা প্ল্যাটফর্ম (Meta Platform Incorporation)। সূত্রের খবর, এই সপ্তাহেই প্রায় হাজার কর্মীর চাকরি যেতে বসেছে এই ছাঁটাইয়ে। গত নভেম্বরের নিজেরে ১৩ শতাংশ কর্মীকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল এই সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা।

সম্প্রতি মেটাকে কর্মরত প্রায় ১১ হাজার কর্মী নিজেদের চাকরি খুইয়েছিলেন। সংস্থার কর্মদক্ষতা ও লাভ বাড়াতে এই পথেই হেঁটেছিল মেটা। আগের ছাঁটাইয়ের তিন মাস পূরণ হতে না হতেই ফের একবার কর্মী বাতিলের সিদ্ধান্ত এই সংস্থার। উদ্দিষ্ট আর্থিক লাভের টার্গেট পূরণ করতেই সংস্থা এই পথ বেছে নিয়েছে বলে খবর। তবে এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মেটার মুখপাত্র কোনও মন্তব্য করতে চাননি।

তবে খুব শীঘ্রই হয়ত এই সপ্তাহ বা আগামী সপ্তাহেই প্রায় হাজার জন কর্মীকে সংস্থার বাহির দরজা দেখিয়ে দেওয়া হতে পারে। এদিকে কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি এর মধ্যেই তাঁদের ছাঁটাই করা হয় তাহলে যে বোনাস এই মাসে পাওয়া কথা ছিল তা আদৌ তাঁরা পাবেন কি না।

Next Article