Gold Price Today: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, অক্ষয় তৃতীয়ার আগেই এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম!

Gold Rate Hike: এপ্রিলের শুরুর দিকে কিছুটা সস্তা হয়েছিল সোনা। কিন্তু গত ১০ দিনে দেখা গিয়েছে উলটপুরাণ। গত ১০ দিনে প্রায় ৭ হাজার ৬০০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার।

Gold Price Today: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, অক্ষয় তৃতীয়ার আগেই এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম!
Image Credit source: Getty Images

Apr 18, 2025 | 10:01 PM

সোনা, বিশ্বের অন্যতম মূল্যবান ধাতু। সোনা মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে। বিভিন্ন দেশের সরকার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে সোনাকে ব্যবহার করে। ফলে সরকার বা দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনে রাখে। আবার অনেক মানুষ বিনিয়োগের মাধ্যম হিসাবে সোনা কেনে। আবার অনেকে আছে, যাঁরা গয়না হিসাবে ব্যবহারের জন্য সোনা কেনে।

এপ্রিলের শুরুর দিকে কিছুটা সস্তা হয়েছিল সোনা। মনে করা হচ্ছিল বিদেশি এক বিশেষজ্ঞের কথা মতো এবার হয়তো মধ্যবিত্তের হাতের নাগালে চলে আসবে এই ধাতু। কিন্তু গত ১০ দিনে দেখা গিয়েছে উলটপুরাণ, সেই ছবি একেবারে পালটে গিয়েছে। গত ১০ দিনে প্রায় ৭ হাজার ৬০০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। আজ ১৮ এপ্রিল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছে গিয়েছে ৯৭ হাজার ৩৮০ টাকায়।

২২ ক্যারেট সোনার দাম

আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৮৯ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় দাম সেভাবে না বাড়লেও পরশুর তুলনায় দাম বেড়েছে প্রায় ১ হাজার ২০০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে আজ ৮ হাজার ৯২০ টাকা।

পড়ুন: বছর শেষেই ৭৮ হাজারে নামতে পারে সোনার দাম!

২৪ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে পাকা সোনারও। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯৭ হাজার ৩৮০ টাকা। ১ গ্রামের দাম হয়েছে ৯ হাজার ৭৩৮ টাকা। গতকালের তুলনায় দাম না বাড়লেও, গত পরশুর তুলনায় প্রায় ১ হাজার ৩০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। গত পরশুর তুলনায় প্রায় ১০০০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪০ টাকা। ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৪ টাকা।

রুপোর দাম

গতকালের তুলনায় আজ কেজি প্রতি ১০০ টাকা কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯০০ টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।