Amul Price Cut: দুর্গাপুজোর আগেই ৭০০ প্রোডাক্টের দাম কমিয়ে দিল Amul, কোন জিনিসের কত দাম হচ্ছে, জেনে নিন

Amul Products: গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, যারা আমুল ব্রান্ড নামে দুগ্ধজাত পণ্য বিক্রি করে, তারা ঘোষণা করেছে যে জিএসটি স্ল্যাবে পরিবর্তনের পর ৭০০-রও বেশি পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ঘি, মাখন, দুধ, আইসক্রিম, চিজ, পনির, চকোলেট, কনডেন্সড মিল্ক, পিনাট স্প্রেড, ফ্রোজেন স্ন্য়াক্স, বিভিন্ন বেকারি পণ্য ও মল্ট ভিত্তিক ড্রিঙ্কের দাম কমতে চলেছে আগামিকাল থেকে। 

Amul Price Cut: দুর্গাপুজোর আগেই ৭০০ প্রোডাক্টের দাম কমিয়ে দিল Amul, কোন জিনিসের কত দাম হচ্ছে, জেনে নিন
ফাইল চিত্রImage Credit source: X

|

Sep 21, 2025 | 1:24 PM

নয়া দিল্লি: উৎসবের মরশুম মানেই যেমন দিন-রাত ঘুরে প্যান্ডেল হপিং, সঙ্গে দারুণ খাওয়া-দাওয়া। পুজোর মুখেই বিরাট সুখবর। একধাক্কায় ৭০০ পণ্যের দাম কমাল আমুল। জিএসটির স্ল্যাবে বদল হওয়ার পরই দামে এই পরিবর্তন। আগামিকাল, ২২ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হতে চলেছে।

গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, যারা আমুল ব্রান্ড নামে দুগ্ধজাত পণ্য বিক্রি করে, তারা ঘোষণা করেছে যে জিএসটি স্ল্যাবে পরিবর্তনের পর ৭০০-রও বেশি পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ঘি, মাখন, দুধ, আইসক্রিম, চিজ, পনির, চকোলেট, কনডেন্সড মিল্ক, পিনাট স্প্রেড, ফ্রোজেন স্ন্য়াক্স, বিভিন্ন বেকারি পণ্য ও মল্ট ভিত্তিক ড্রিঙ্কের দাম কমতে চলেছে আগামিকাল থেকে।

পণ্য ওজন আগের দাম নতুন দাম
আমুল মাখন ১০০ গ্রাম ৬২ টাকা ৫৮ টাকা
আমুল ঘি ১ লিটার ৬৫০ টাকা ৬১০ টাকা
আমুল প্রসেসড চিজ ব্লক ১ কেজি ৫৭৫ টাকা ৫৪৫ টাকা
পনির ২০০ গ্রাম ৯৯ টাকা ৯৫ টাকা
আমুল তাজা টোনড দুধ  ১ লিটার ৭৭ টাকা ৭৫ টাকা
আমুল গোল্ড দুধ ১ লিটার ৮৩ টাকা ৮০ টাকা
আমুল ডার্ক চকোলেট ১৫০ গ্রাম ২০০ টাকা ১৮০ টাকা
আমুল চকো মিনিজ ২৫০ গ্রাম ৪৪০ টাকা ৪০০ টাকা
আমুল বাটার কুকিজ ২০০ গ্রাম ৭৫ টাকা ৬৫ টাকা
আমুল সুগার ফ্রি কুকিজ ৪৫০ গ্রাম ২৫০ টাকা ২২৫ টাকা
আমুল মিঠাই মেট ৪০০ গ্রাম ১৩০ টাকা ১২০ টাকা
আমুল ফ্রেঞ্চ ফ্রাই ১.২৫ কেজি ৪০৫ টাকা ৩৬৫ টাকা
আমুল ভ্যানিলা টাব ১ লিটার ১৯৫ টাকা ১৩৫ টাকা
কুলফি পঞ্জাবী ৬০ এমএল ১৫ টাকা ১০ টাকা
স্ট্রবেরি কাপ ৫৫ এমএল ২০ টাকা ১০ টাকা

পুজোর মুখেই আমুলের একাধিক পণ্যের দাম কমায় উপকৃত হবেন গ্রাহকরা।