ব্যবহার করে সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ, আপনার Password এমন নয় তো?

Password Hacking: পাসওয়ার্ড যত কঠিন হবে, ততই শক্ত হবে আপনার নিরাপত্তা। আর সহজ পাসওয়ার্ড মানে জালিয়াতদের ডেকে নিয়ে আসা। পাসওয়ার্ড কঠিন থেকে কঠিনতর বানাতে আজকাল ব্যবহার করা হয় আলফা নিউমেরিক পাসওয়ার্ড।

ব্যবহার করে সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ, আপনার Password এমন নয় তো?
আপনার পাসওয়ার্ডও হতে পারে চুরি!Image Credit source: Daniel Sambraus/Photographer's Choice RF/Getty Images

Nov 11, 2025 | 2:25 PM

পাসওয়ার্ড এমন একটা বিষয় যা অনেকটা বাড়ির মেনগেটের তালার মতো। আর পাসওয়ার্ড দুর্বল হওয়ার অর্থ খুব কম চেষ্টাতেই মেন গেট ভেঙে ফেলা যাবে। আর এমন দুর্বল পাসওয়ার্ড দেওয়া মানে যেচে জালিয়াতকে আমন্ত্রণ করা। আর আজকেই এই ডিজিটাল দুনিয়ায় যে কোনও অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড প্রয়োজন হয়। ইমেল, অনলাইন ব্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া; সব ক্ষেত্রেই পাসওয়ার্ড দিতে হয়।

পাসওয়ার্ড যত কঠিন হবে, ততই শক্ত হবে আপনার নিরাপত্তা। আর সহজ পাসওয়ার্ড মানে জালিয়াতদের ডেকে নিয়ে আসা। পাসওয়ার্ড কঠিন থেকে কঠিনতর বানাতে আজকাল ব্যবহার করা হয় আলফা নিউমেরিক পাসওয়ার্ড। যেখানে সংখ্যা, অ্যালফাবেটের পাশাপাশি স্পেশ্যাল ক্যারেকটারও ব্যবহার করা হয়।

২০২৫ সালের একটি তথ্য বলছে, শুধুমাত্র পাসওয়ার্ড নিয়ে মানুষের কুঁড়েমি যদি বন্ধ হয় তাহলে সাইবার জালিয়াতির সংখ্যা কমে যাবে উল্লেখযোগ্য ভাবে। ‘কমপ্যারিটেক’ নামের একটি এই নিয়ে গবেষণা করেছে। চলতি বছরে বিভিন্ন ক্ষেত্রের যে ২০০ কোটি অ্যাকাউন্টে জালিয়াতি হয়েছে তার পাসওয়ার্ডের উপর সমীক্ষা চালিয়েছে এই সংস্থা। আর তারপরই তারা প্রকাশ করেছে পাসওয়ার্ডের একটি তালিকা।

এই সমীক্ষা বলছে, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড হল, ‘123456’। ৭৬ লক্ষ বার এই পাসওয়ার্ডটি মিলেছে। এর পর রয়েছে 123456789 ও 12345678। এ ছাড়াও ‘Admin’ শব্দটিও পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। কিম্বা ‘1234’ অথবা ‘Password’-ও ব্যবহার করা হয় পাসওয়ার্ড হিসাবে। এ ছাড়াও ‘QWERTY123’, ‘QWERTY1’, ‘111111 ইত্যাদিও ব্যবহার করা হয়েছে পাসওয়ার্ড হিসাবে।

মনে রাখার সুবিধার জন্যই অনেকে নিজের প্রিয়জনের নামের আদ্যক্ষর, ফোন নম্বর বা জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড রাখেন। বিশেষজ্ঞরা বলছেন এগুলো অতি সাধারণ পাসওয়ার্ড। যে কোনও মুহূর্তে জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে। তাঁরা আরও বলেন, শক্তিশালী পাসওয়ার্ড অন্তত ১২ অক্ষরের হওয়া দরকার। যা আলফা নিউমেরিক ও বিভিন্ন প্রতীকের সমন্বয়ে তৈরি হওয়া উচিত।