বাচ্চার Pan Card! কখন প্রয়োজন, কেন প্রয়োজন জানেন কি?

Minor Pan Card: আপনার বাচ্চার কি প্যান কার্ড আছে? আগামীতে কি তার প্যান কার্ড লাগতে পারে? জেনে নিন!

বাচ্চার Pan Card! কখন প্রয়োজন, কেন প্রয়োজন জানেন কি?
Image Credit source: CSA-Printstock/DigitalVision Vectors/Getty Images

Jul 17, 2025 | 12:27 PM

আমরা তো জানি কারও বয়স ১৮ পেরিয়ে গেলে তার একটি প্যান কার্ড করাতে হয়। কিন্তু ১৮ বছরের নীচে? সাধারণ ভাবে মনে করা হয় ১৮ না হলে প্যান কার্ড হয় না। কিন্তু ১৮ বছর বয়স হওয়ার আগেই মাইনর প্যান কার্ড করানো যায়। আর এই প্যান কার্ড করানোর কোনও নূন্যতম বয়স নেই। এই প্যান কার্ডে বাচ্চার ছবি বা সই থাকে না। কিন্তু মাইনর প্যান কার্ড কী কাজে লাগে?

জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাইনর প্যান ব্যবহার করা যায়। এ ছাড়া শেয়ার, কোনও প্রপার্টি বা অন্য কোনও ধরনের সম্পত্তি কিনলে কাউকে নমিনি হিসাবে উল্লেখ করতে প্যান নম্বর দিতে হয়। সেখানেও মাইনর প্যান কাজে লাগে। বাচ্চার নামে কোনও বিনিয়োগ শুরু করতে চাইলে, তার জন্য প্যান নম্বর লাগে। এ ছাড়াও ছোট বয়স থেকে একটা ফাইন্যান্সিয়াল পরিচিতি তৈরি হলে বড় হয়ে বাচ্চার সেটা অনেক কাজে লাগে।

তাহলে এই প্যান কার্ড করাটা কি বাধ্যতামূলক? না, কেন্দ্র সরকারের ওয়েবসাইট বলছে এই প্যান কার্ড মোটেও বাধ্যতামূলক নয়। যদি ১৮ বছরের কম বয়সী ওই ছেলেটি বা মেয়েটি তার অভিভাবকের নজরদারিতে কোনও অর্থনৈতিক লেনদেনের মধ্যে থাকে তাহলেই তার মাইনর প্যান লাগবে। এ ছাড়াও কোনও নাবালক কোনও বিনিয়োগ বা উইলের নমিনি হয়, তা হলেও তার এই প্যান কার্ড লাগে।