
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী কর কাঠামোয় বড়সড় বদল এসেছে। কমে গিয়ে স্ল্যাবের সংখ্যা। আরও সরলীকৃত হয়েছে GST বা পণ্য ও পরিষেবা কর। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। এতে দাম কমছে একাধিক ইলেকট্রনিক্স পণ্যের। কিন্তু আপনার কি মোবাইল কেনার পরিকল্পনা রয়েছে পুজোর আগে, আর সেই ক্ষেত্রে কী হবে বুঝতে পারছেন না তো?
পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে জেনে নিন, স্মার্টফোনের দামে কিন্তু কোনও পরিবর্তন হচ্ছে না। মোবাইল ফোনের উপর GST আগের মতোই ১৮ শতাংশ থাকছে। এই একই নিয়ম জারি থাকছে ল্যাপটপের জন্যও। ফলে এই দুটি পণ্যের দাম কমার কোনও সম্ভাবনা নেই।
তাহলে দাম কমছে কিসের? আসলে, স্বস্তি মিলবে টিভি, এসি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিনলে। এতদিন এই সমস্ত পণ্যের উপর ২৮ শতাংশ GST দিতে হত। জিএসটি কাউন্সিল সেই হার কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে এনেছে। এর ফলে, একটি এসির দাম কমতে পারে প্রায় ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। দাম কমতে পারে টিভিরও।
সুতরাং, পুজোর আগে আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবেন, তাহলে ফোনের দামে কোনও বদলই দেখবেন না আপনি। কিন্তু বাড়ির জন্য কোনও ইলেকট্রনিক পণ্য কেনার এটাই সেরা সময় হতে পারে। উৎসবের মরসুমের আগে এই ঘোষণায় হাসি ফুটতে পারে মধ্যবিত্তের মুখে।