
মুম্বই: নতুন বছরেই লাগতে পারে জোর ধাক্কা। সারা দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। ২০২৬ সালের গোড়াতেই মোবাইল রিচার্জ প্ল্যানের দাম আরও বাড়তে পারে। বেশ কিছুদিন ধরেই এই জল্পনা শোনা যাচ্ছিল। এবার কত দাম বাড়তে পারে, তারও একটা আন্দাজ পাওয়া গেল।
রিপোর্ট অনুসারে, রিলায়েন্স জিয়ো, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। বেশ কয়েকটি নির্বাচিত প্ল্যানের ট্যারিফ বৃদ্ধির প্ল্যান ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ ব্যবহারকারীদের পকেটের উপর, বিশেষ করে যারা ৫জি ব্যবহারকারী, কারণ রিচার্জ আরও ব্যয়বহুল হতে পারে।
মরগান স্ট্যানলির একটি প্রতিবেদন অনুসারে, দেশের বেসরকারি টেলিকম কোম্পানিগুলি ২০২৬ সালে তাদের ট্যারিফ ১৬ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করতে পারে। এর লক্ষ্য হল, কোম্পানিগুলির গড় ব্যবহারকারী আয় (ARPU) বৃদ্ধি করা। ২০২৪ সালের জুলাই মাসে শেষবার রিচার্জের দাম বাড়ানো হয়েছিল। দুই বছর পরে, দাম আবার বৃদ্ধি পেতে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনেকে অনুমান করতে শুরু করেছেন যে কত টাকা অতিরিক্ত খরচ বাড়তে পারে।২০ শতাংশ ট্যারিফ বৃদ্ধির হিসাবে অনুমান করা হচ্ছে, এয়ারটেলের (Airtel)-এর ২৮ দিনের আনলিমিটেড ৫জি প্ল্যান ৩১৯ টাকা থেকে বেড়ে ৪১৯ টাকা হতে পারে। এদিকে, রিলায়েন্স জিয়ো (Jio)-এর ২৯৯ টাকার প্ল্যান ১.৫ জিবি দৈনিক ডেটা সহ ৩৫৯ টাকায় পৌঁছাতে পারে। এছাড়াও, ৩৪৯ টাকার ২৮ দিনের ৫জি প্ল্যানের দাম বেড়ে ৪২৯ টাকা হতে পারে। এর অর্থ হল ব্যবহারকারীদের প্রতি মাসে ৮০ থেকে ১০০ টাকা বেশি খরচ করতে হতে পারে।
ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই-এর ২৮ দিনের ১ জিবি দৈনিক ডেটা প্ল্যান ৩৪০ টাকা থেকে বেড়ে ৪১৯ টাকা হতে পারে। ৫৬ দিনের মেয়াদ সহ ২ জিবি দৈনিক ডেটা প্ল্যান ৫৭৯ টাকা থেকে বেড়ে ৬৯৯ টাকা হতে পারে।
এক্ষেত্রে জেনে রাখা দরকার, অনেক সময়ই টেলিকম কোম্পানিগুলি সরাসরি প্ল্যানের দাম বাড়ায় না। কখনও কখনও তারা কোনও প্ল্যানের বৈধতা কমিয়ে দেয় বা সুবিধাগুলি কমিয়ে দেয়। সম্প্রতি জিয়ো, এয়ারটেল, ভিআই- তাদের অনেক প্রিপেইড প্ল্যানের বৈধতা এবং সুবিধাগুলি পরিবর্তন করেছে। এর ফলে ব্যবহারকারীদের একই সুবিধা পেতে বারবার রিচার্জ করতে হচ্ছে, যার ফলে তাদের সামগ্রিক খরচ বেড়ে যাচ্ছে।