small savings schemes: মোদী সরকারের নতুন বছরের ‘উপহার’, বাড়ল NSC-সহ একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 30, 2022 | 10:05 PM

Modi Govt hikes interest rates of small savings schemes:

small savings schemes: মোদী সরকারের নতুন বছরের উপহার, বাড়ল NSC-সহ একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: নতুন বছরে দেশবাসীকে মোদী সরকারের (Modi Govt) উপহার। শুক্রবার (৩০ ডিসেম্বর) পোস্ট অফিস টার্ম ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি (NSC) এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (senior citizen savings scheme)-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পের (small savings schemes) সুদের হার ১.১ শতাংশ পয়েন্ট পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করল সরকার। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত সুদের হার কার্যকর হবে। তবে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (PPF) এবং শিশুকন্যাদের সঞ্চয় প্রকল্প ‘সুকন্যা সমৃদ্ধি’র সুদের হারের কোনও পরিবর্তন করা হয়নি।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসিতে টাকা রাখলে বর্তমানে ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ১ জানুয়ারি থেকে এই স্বল্প সঞ্চয় প্রকল্পে ৭ শতাংশ হারে সুদ মিলবে। একইভাবে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হয়। বর্ধিত হার চালু হলে, এই প্রকল্পে ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। মাসিক আয় প্রকল্পটির সুদের হারও বাড়ছে। বর্তমানে এই প্রকল্পে সুদ পাওয়া যায় ৬.৭ শতাংশ হারে। এটা বেড়ে হবে ৭.১ শতাংশ।

১ থেকে ৫ বছরের মেয়াদে, পোস্ট অফিস টার্ম ডিপোজিট প্রকল্পগুলির সুদের হারও ১.১ শতাংশ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ১ বছরের মেয়াদে টাকা রাখলে বর্তমানে সুদ পাওয়া যায় ৫.৫ শতাংশ। ১ জানুয়ারি থেকে সুদ মিলবে ৬.৬ শতাংশ হারে। একইভাবে ২ বছরের মেয়াদে বর্তমানে সুদ মেলে ৫.৭ শতাংশ, এরপর মিলবে ৬.৮ শতাংশ হারে। ৩ বছরের মেয়াদে সুদের হার বর্তমানের ৫.৮ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৬.৯ শতাংশ এবং ৫ বছরের মেয়াদে সুদের হার ৬.৯ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৭ শতাংশ।

এই নিয়ে টানা দ্বিতীয় ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বৃদ্ধি করা হল। রিজার্ভ ব্যাঙ্ক বারবার কেন্দ্রীয় সরকারকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার নির্ধারণের জন্য সূত্র-ভিত্তিক পদ্ধতিকে কাজে লাগাবার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে সুদের হার ক্রমে দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এদিনের ঘোষণা সেই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Next Article