
নয়াদিল্লি: যখনই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয় না, তখন এটি অকেজো বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টে পরিণত হয়। তখন এই অ্যাকাউন্টে লেনদেন করা কঠিন হয়ে পড়ে। কিছু পরিস্থিতিতে অ্যাকাউন্টও বন্ধ হয়ে যায়। যদি আপনার অ্যাকাউন্টটি দীর্ঘদিন ধরে ব্যবহার না হয়ে থাকে এবং এতে অর্থ জমা হয়ে থাকে। তবে এই খবরটি আপনার কাজে লাগতে পারে। যদি আপনার টাকা একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্টে আটকে থাকে, তাহলে আপনার চিন্তিত হওয়ার দরকার নেই। আপনি যদি আপনার টাকা তুলতে চান, তাহলে আপনি কিছু পদক্ষেপের সাহায্যে খুব সহজেই তা তুলতে পারবেন। আসুন জেনে নিন কিভাবে।
কী ভাবে টাকা তুলতে পারবেন-
নিষ্ক্রিয় অ্যাকাউন্টে অর্থের কী হবে?
নিষ্ক্রিয় বা বন্ধ অ্যাকাউন্টের টাকা RBI-এ জমা হয়। এই অর্থকে আনক্লেমড অ্যামাউন্ট বলা হয়। দাবিহীন মানে যাদের কোন উত্তরাধিকারী নেই। আপনি যদি দাবি না করা টাকার বিবরণ জানতে চান, তাহলে আপনি ব্যাঙ্কের ওয়েবসাইটে তার তথ্য পাবেন। নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাঙ্ককে তাদের ওয়েবসাইটে আনক্লেমড অ্যামাউন্টের তথ্য দিতে হবে।