Mudra Loan: মুদ্রা ঋণ নিতে অনুমোদন চার্জ লাগে? জানুন সত্যিটা
PIB Fact Check: বর্তমান সময়ে সাইবার অপরাধীদের রমরমা। তাঁরাই এ ধরনের বার্তা পাঠিয়ে প্রতারণার ফাঁদ পাতছে বলে সতর্ক করল প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। ভুয়ো বার্তার ফ্যাক্ট চেক করেছে পিআইবি।
নয়াদিল্লি: মুদ্রা ঋণ পেতে গেলে অনুমোদন চার্জ দিতে হবে আপনাকে। এ রকম মেসেজ কি এসেছে আপনার কাছে? সম্প্রতি এ রকমই মেসেজে এসেছে অনেকের কাছে। কিন্তু এই তথ্য সম্পূর্ণ অসত্য। এমনকি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে একাধিক বার্তা। যে গুলির অধিকাংশই ভুয়ো। বর্তমান সময়ে সাইবার অপরাধীদের রমরমা। তাঁরাই এ ধরনের বার্তা পাঠিয়ে প্রতারণার ফাঁদ পাতছে বলে সতর্ক করল প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। ভুয়ো বার্তার ফ্যাক্ট চেক করেছে পিআইবি। মুদ্রা ঋণ পাওয়ার জন্য কোনও রকম চার্জ দিতে হয় না বলে জানানো হয়েছে। পাশাপাশি ঋণ অনুমোদনের চার্জ সংক্রান্ত ভুয়ো বার্তাগুলিকে চিহ্নিত করা হয়েছে।
সম্প্রতি মুদ্রা ঋণের অনুমোদন নিয়ে একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই চিঠিতে দাবি করা হয়েছে, ৩৬ মাসের জন্য ঋণ নিলে ১৭৫০ টাকা দিতে হবে।
এ ব্যাপারে পিআইবি গোটা বিষয়টি খতিয়ে দেখেছে। পিআইবি-র তরফে জানানো হয়েছে, মুদ্রা ঋণ অনুমোদনের জন্য সরকারকে কোনও রকম চার্জ দিতে হয় না। কেউ এ ধরনের টাকা দাবি করলে তা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ জানাতেও পরামর্শ দেওয়া হয়েছে।