ব্লক করা হয়েছে ১ কোটির বেশি Aadhaar Card, আরও ৬ লক্ষের বেশি নিষ্ক্রিয় হবে খুব তাড়াতাড়ি! কেন আধার নিষ্ক্রিয় করছে UIDAI?

Aadhaar Card, UIDAI: ওই আধার কার্ডগুলো দিয়ে আগামীতে কোনও ধরণের অর্থনৈতিক লেনদেন বা পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যাবে না।

ব্লক করা হয়েছে ১ কোটির বেশি Aadhaar Card, আরও ৬ লক্ষের বেশি নিষ্ক্রিয় হবে খুব তাড়াতাড়ি! কেন আধার নিষ্ক্রিয় করছে UIDAI?
Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Aug 01, 2025 | 8:10 AM

ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে। অর্থাৎ ওই আধার কার্ডগুলো দিয়ে আগামীতে কোনও ধরণের অর্থনৈতিক লেনদেন বা পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যাবে না। এমনকি ওই নিষ্ক্রিয় আধার কার্ড কোনও ধরণের কেওয়াইসির কাজেও লাগানো যাবে না।

কিন্তু কেন এমন করছে কেন্দ্র? আসলে মৃত ব্যক্তিদের আধার নম্বরে অপব্যবহার ঠেকাতেই এমন পদক্ষেপ করছেন ইউআইডিএআই। আর এই উদ্যোগের অধীনে ‘My Aadhaar’ পোর্টালে কোনও পরিবারে কারও মৃত্যু হলে তা নথিভুক্ত করা যাবে। আর এতে একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধার ডেটাবেসের নিত্তভুলতা বজায় রাখার জন্য ইউআইডিএআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ ও যথাযথ যাচাইয়ের পর আধার নিষ্ক্রিয় করা শুরু করেছে।

দেশের ২৪টি রাজ্য ও একাধিক কেন্দ্র শাসিত অঞ্চলের ডেটাবেস থেকে মোট ১ কোটি ৫৫ লক্ষ মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে। যাচাইয়ের পর ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় ৬ লক্ষ ৭০ হাজার আধার কার্ড রেকর্ডের ভিত্তিতে নিষ্ক্রিয় করার কাজ চলছে। এ ছাড়াও যে সব আধার কার্ডের ব্যক্তিদের বয় ১০০ ছাড়িয়ে গিয়েছে ও তাদের কার্ড চালু রয়েছে, তাঁরা বেঁচে রয়েছেন কি না তাও যাচাইয়ের কাজ করছে ইউআইডিএআই।