Edible Oil Price Cut: মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটা কমল ভোজ্য তেলের দাম

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 05, 2023 | 12:52 PM

Mother Dairy: মাদার ডেয়ারি (Mother Dairy) সংস্থার তরফে তাদের ভোজ্য় তেল 'ধারা' (Dhara)-র সর্বাধিক বিক্রয়মূল্য লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা কমানো হল।

Edible Oil Price Cut: মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটা কমল ভোজ্য তেলের দাম
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: মধ্যবিত্তের জন্য সুখবর। এক ধাক্কায় অনেকটাই কমল ভোজ্য় তেলের দাম। মাদার ডেয়ারি (Mother Dairy) সংস্থার তরফে তাদের ভোজ্য় তেল ‘ধারা’ (Dhara)-র সর্বাধিক বিক্রয়মূল্য লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা কমানো হল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায়, সেই দামের সঙ্গে সামঞ্জস্য় রেখেই ভোজ্য় তেলের (Edible Oil) দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাদার ডেয়ারি সংস্থা। আগামী সপ্তাহ থেকেই নতুন দামে বাজারে ভোজ্য তেল পাওয়া যাবে।

সম্প্রতিই কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফে ভোজ্য় তেল উৎপাদন ও নিয়ন্ত্রক সংস্থাকে তেলের দাম কমানোর নির্দেশ দিয়েছিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, বাজারে উপলব্ধ ভোজ্য তেলগুলির দামের পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। কেন্দ্রের এই নির্দেশের পরই মাদার ডেয়ারি সংস্থার তরফে তাদের তেলের ব্রান্ড ‘ধারা’ তেলের দাম কমানো হল।

ভোজ্য তেলের দাম কমানোর প্রসঙ্গে মাদার ডেয়ারি সংস্থার মুখপাত্র বলেন, “আজ থেকেই ধারা ভোজ্য তেলের প্রতিটি ভ্যরিয়েন্টের দাম লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা কমানো হচ্ছে। সোয়াবিন তেল, রাইসব্রান তেল, সূর্যমুখীর তেল ও বাদাম তেলের দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণেই অন্তর্দেশীয় বাজারেও তেলের দাম কমানো হল।”

Next Article