
নয়া দিল্লি: সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মীদের জন্য সুখবর। বেতন বাড়ছে কর্মীদের। একধাক্কায় ১৭ শতাংশ বেতন বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে ব্যাঙ্ক ইউনিয়নগুলির চুক্তি হওয়ার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এই চুক্তি হয়েছে। পাশাপাশি আইবিএ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে, যাতে মাসের সবকটি শনিবারই ব্যাঙ্ককর্মীদের ছুটি দেওয়া হয়।
নতুন বেতন কার্যকর হবে ২০২২ সালের ১ নভেম্বর থেকে। অর্থাৎ কর্মীরা প্রায় ১২ মাসের বর্ধিত বেতন এরিয়ার হিসেবে পাবে। এই মউ চুক্তি অনুযায়ী, কর্মীরা ১৭ শতাংশ বেশি বেতন ও ভাতা পাবেন। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সহ সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের জন্যই কার্যকরী হবে এই সিদ্ধান্ত। এর জন্য খরচ হচ্ছে প্রায় ১২ হাজার ৪৪৯ কোটি টাকা।
মউ চুক্তি অনুযায়ী, পেনশনভোগীরাও পাবেন বিশেষ সুবিধা। তাঁদের মাসে মাসে পেনশনের সঙ্গে দেওয়া হবে এক্স গ্রাশিয়া। ফলে উপকৃত হবেন অবসরপ্রাপ্তরাও। এর আগে গত নভেম্বরে পেনশন বাড়ে ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীদের। যে কর্মী এবং অফিসাররা ২০০২ সালের আগে অবসর নিয়েছিলেন, তাঁদের পেনশন বাড়িয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ।