
নয়া দিল্লি: সরকারি যেকোনও পরিষেবা হোক বা ব্যাঙ্কের কোনও কাজ, আধার কার্ড থাকা বাধ্যতামূলক। শুধু আধার কার্ড থাকলেই তো চলবে না, তাতে সমস্ত তথ্য, যেমন নাম, মোবাইল নম্বর, ঠিকানা সঠিক থাকা দরকার। যদি কেউ বাড়ি বদল করেন, তাহলে আধার কার্ডেও ঠিকানা বদল করতে হয়। কীভাবে এই কাজ করবেন, জেনে নিন-
আধার কার্ডে ঠিকানা বদল করার জন্য আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। এখন অনলাইনেই আধার কার্ডে ঠিকানা বদল করা যায়। আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)-র ওয়েবসাইটে এই তথ্য আপডেট করা যায়।
এর জন্য প্রথমে-
ঠিকানা পরিবর্তন করার আবেদন জমা হলে ইউআইডিএআই যাবতীয় তথ্য যাচাই করবে। এতে ৭ থেকে ১০ দিন সময় লাগে। তথ্য ভেরিফাই হওয়ার পর নতুন ঠিকানা আপডেট হয়ে যাবে। ই-আধার ডাউনলোড করে নিতে পারবেন।