MS Dhoni’s mother-in-law: ৮০০ কোটি টাকার সংস্থার সিইও এমএস ধোনির শাশুড়ি! কীসের ব্যবসা তাঁর?

Jan 16, 2024 | 7:07 PM

MS Dhoni's mother-in-law: এর আগে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর কোনও অভিজ্ঞতা ছিল না শীলা সিং-এর। ঘর সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এমএস ধোনির শাশুড়ি। ঘর সামলানোর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জগতেও সফল হয়েছেন তিনি। চার বছরে তাঁর নেতৃত্বে সংস্থার মোট সম্পদ চারগুণ বৃদ্ধি পেয়েছে।

MS Dhonis mother-in-law: ৮০০ কোটি টাকার সংস্থার সিইও এমএস ধোনির শাশুড়ি! কীসের ব্যবসা তাঁর?
মহেন্দ্র সিং ধোনির শাশুড়ি শীলা সিং
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: ধীরে ধীরে বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে তাঁর মোট সম্পদের মূল্য ১০৩০ কোটি টাকা! আর ধোনির এই ব্যবসায়িক সাম্রাজ্যের এক উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন তাঁর শাশুড়ি, শীলা সিং। ‘ধোনি এন্টারটেইনমেন্ট লিমিটেডে’র জয়েন্ট চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন শীলা সিং। এই কয়েকশো কোটি টাকার ব্যবসায়িক উদ্যোগটির অপর সিইও হলেন তাঁর মেয়ে তথা মহেন্দ্র সিং ধোনির স্ত্রী, সাক্ষী সিং ধোনি।

আসলে, তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যকে পরিবারের মধ্যেই আবদ্ধ রাখতে চেয়েছিলেন সিএসকে অধিনায়ক। আর তাই স্ত্রী-শাশুড়ির হাতেই তুলে দিয়েছিলেন ধোনি এন্টারটেইনমেন্ট লিমিটেড পরিচালনার দায়িত্ব। ২০২০ সাল থেকে, মহেন্দ্র সিং ধোনির এই বিনোদন সংস্থার সিইও-র দায়িত্ব যৌথভাবে সামলাচ্ছেন সাক্ষী সিং ধোনি এবং তাঁর মা, শীলা সিং। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর কোনও অভিজ্ঞতা ছিল না শীলা সিং-এর।

বাবা আরকে সিং এবং মা শীলা সিং-এর সঙ্গে সাক্ষী সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনির যখন একেবারে তাঁর ক্রিকেট কেরিয়ারের শুরুতে, সেই সময় তাঁর বাবা পান সিং ধোনির সহকর্মী ছিলেন শীলা সিংয়ের স্বামী, আর কে সিং। কানোই গোষ্ঠীর ‘বিনাগুড়ি টি কোম্পানি’তে কাজ করতে দুজনে। সেই সময় ঘর সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শীলা। পরিবারের সকল বিষয় দেখাশোনা করতেন তিনি। সন্তানদের পড়াশোনা থেকে সকল বিষয় দেখভাল করতেন শীলা সিং।

ঘর সামলানোর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জগতেও সফল হয়েছেন শীলা সিং। কোনও সংস্থার প্রধান হিসাবে তাঁর প্রথম ভূমিকাতেই তাক লাগিয়ে দিয়েছেন। ২০২০ সালে, মেয়ে সাক্ষী ধোনির সঙ্গে এই নয়া ভূমিকায় কাজ করা শুরু করেছিলেন শীলা। মাত্র কয়েক বছরের মধ্য়েই জামাইয়ের প্রোডাকশন হাউসকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। গত চার বছরে শীলা সিং এবং সাক্ষী সিং ধোনির যৌথ নেতৃত্বে, ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মোট সম্পদের মূল্য ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

ক্রিজে ধোনি, গ্যালারিতে ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের দুই সিইও

শীলা এবং সাক্ষীর পরিচালনায় সংস্থার অপ্রত্যাশিত উন্নতি হয়েছে। অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি সফল প্রকল্পও চালু করেছে সংস্থাটি। এদিকে, খেলার মাঠ থেকে মসৃণভাবে কর্পোরেট জগতে সরে এসেছেন এমএস ধোনি। অবশ্য, তিনি এখনও আইপিএল খেলে চলেছেন। তবে, বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ থেকে ১০০০ কোটি টাকার বেশি অর্থ ঘরে তুলেছেন তিনি। আর এর মধ্যে সিংহভাগ অবদান শীলা-সাক্ষীর নেতৃত্বে চলা ধোনি এন্টারটেইনমেন্ট। মাত্র চার বছরে এই সংস্থার মোট সম্পদ চারগুণ বৃদ্ধি পেয়েছে। তাদের যৌথ উদ্যোগ শুধু তাদের ব্যবসায়িক সাম্রাজ্যের প্রসারই ঘটায়নি, সামগ্রিকভাবে শিল্প জগতেই গুঞ্জন তৈরি করেছে।

Next Article