Muhurat Trading 2024: আর মাত্র কয়েক ঘণ্টা, লক্ষ লক্ষ টাকা আয়ের সুযোগ! লগ্নিকারীদের বড় খুশির খবর দিল বম্বে স্টক এক্সচেঞ্জ
Muhurat Trading 2024: এই শুভ মুহুর্তে স্টক কিনে রাখতে চান অনেকেই। সেই আবেগকে মাথায় রেখেই ১ নভেম্বর সন্ধে ৬টা থেকে ৭টা, এক ঘণ্টার জন্য আয়োজন কর হয়েছে বিশেষ ট্রেডিং-এর।
দেশ জুড়ে দীপাবলি পালিত হচ্ছে, উৎসবের মরসুমে তাই বন্ধ স্টক কেনাবেচা। তবে লগ্নিকারীদের জন্য এল বড় সুখবর। দু’দিন স্টক কেনাবেচা বন্ধ থাকবে বলে যাঁরা দুঃখ করছিলেন তাঁদের জন্য এবার বড় খবর। প্রথা মেনে আজকে ১ ঘণ্টার জন্য বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে ব্যবস্থা করেছে বিশেষ কেনাবেচা বা ‘মুহুরত’ ট্রেডিংয়ের। যা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বম্বে এবং ন্যাশানাল স্টক এক্সচেঞ্জ।
এই সময়ে ঘরে ঘরে মা লক্ষ্মীকে আবাহন করেন। তাই এই শুভ মুহুর্তে স্টক কিনে রাখতে চান অনেকেই। সেই আবেগকে মাথায় রেখেই ১ নভেম্বর সন্ধে ৬টা থেকে ৭টা, এক ঘণ্টার জন্য আয়োজন কর হয়েছে বিশেষ ট্রেডিং-এর। বিজ্ঞপ্তি অনুসারে মুহুরত ট্রেডিং শুরু হবে সন্ধে ৬টার সময়। চলবে ৭টা পর্যন্ত। মুহুরত ট্রেডিং-এর জন্য প্রি ওপেনিং সেশন শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। লেনেদেনের মডিফিকেশন শেষ হবে ৭টা ১০ মিনিট অবধি। ৩১ অক্টোবর ছিল আর্থিক ক্যালন্ডার সম্বৎ ২০৮০-এর শেষ দিন ছিল। ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সম্বৎ ২০৮১।
কী এই মহুরত ট্রেডিং?
এই দিন প্রথমবারের জন্য বাজারে পা রাখতে চান অনেকেই। অনেকেই এই সময় স্টক কিনে মা লক্ষ্মীকে আহ্বান করেন। সেই আবেগকে মাথায় রেখেই ১৯৫৭ সাল থেকে প্রথা মেনে শুরু করাহু এই মুহুরত ট্রেডিং-এর।
তবে মহুরত ট্রেডিং আসলে প্রতীকী একটি বিষয়। এই দিন বাজার খোলার পরে কোনও স্টক কেনাবেচা করা যাবে না। প্রথম দিনে ব্লক ডিলের সযোগ পাবেন বিনিয়োগকারীরা। এখানে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি লগ্নি করতে পারবেন তাঁরা। পরের দিন খুচরো বিনিয়োগের সুযোগ থাকবে। এই দিনে প্রতি বছর লেনদেনের পারদ চড়তে দেখা যায়।
সাধারণৎ এই দিন বাজারে সেনসেক্স এবং নিফটিকে রকেটের গতিতে ছুটতে দেখা যায়। তবে একটি কথা মাথায় রাখা প্রয়োজন। প্রতীকী বিনিয়োগ ঘটায় এই দিন বাজার উর্ধ্মুখী থাকলেও পরের দিন সেনসেক্স বা নিফটিতে পতন হতে পারে। ফলে লোকসানের আশঙ্কা থেকেই যায়। তবে এই দিন বাজার চড়লে স্টক বিক্রি করে বেশ ভাল লাভ হতে পারে।
এই দিন শেয়ার বাজারে নতুন কোনও সংস্থা তালিকাভুক্ত হয় না। তাই কোন সংস্থার শেয়ার কী অবস্থায় রয়েছে, তা ভাল করে জেনে নিয়ে তবেই এই সময়ে লগ্নি করা উচিত।