ঝড় তুলতে হাত মেলালেন Ambani-Adani, বিরাট চাপে Hindustan Petroleum থেকে Indian Oil!

Ambani-Adani: দেশের জ্বালানির বাজারে ঝড় তুলতে এবার এক বিরাট চুক্তি স্বাক্ষর করেছে গৌতম আদানির আদানি টোটাল গ্যাস লিমিটেড ও মুকেশ অম্বানির জিও বিপি।

ঝড় তুলতে হাত মেলালেন Ambani-Adani, বিরাট চাপে Hindustan Petroleum থেকে Indian Oil!
Image Credit source: Getty Images and PTI

Jun 29, 2025 | 11:36 PM

মধ্য প্রাচ্যে অস্থিরতার মধ্যে দেশের মধ্য মজুত থাকা পেট্রোল-ডিজেল নিয়ে প্রশ্ন উঠেছিল। তা নিয়ে চিন্তা না থাকলেও সরকারের চিন্তা বাড়িয়েছিল পেট্রোলিয়াম গ্যাস। দেশে গ্যাসের মজুত অনেক কম থাকায় কিছুটা হলেও আতান্তরে পড়েছিল কেন্দ্র। আর এবার জ্বালানি নিয়ে বড় কিছু করার জন্য হাত মেলালেন মুকেশ অম্বানি ও গৌতম আদানি।

জানা যাচ্ছে, দেশের জ্বালানির বাজারে ঝড় তুলতে এবার এক বিরাট চুক্তি স্বাক্ষর করেছে গৌতম আদানির আদানি টোটাল গ্যাস লিমিটেড ও মুকেশ অম্বানির জিও বিপি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই চুক্তি অনুযায়ী আদানি টোটাল গ্যাসের আউটলেট থেকে বিক্রি হবে জিও বিপির পেট্রোল ও ডিজেল। অন্যদিকে, জিও বিপির পেট্রোল পাম্পে পাওয়া যাবে আদানি টোটাল গ্যাসের সিএনজি সহ অন্যান্য জ্বালানি সহ যাবতীয় প্রোডাক্ট।

আদানি গ্রুপ ও ফরাসি সংস্থা টোটাল গ্যাসের জয়েন্ট ভেঞ্চার সংস্থা আদানি টোটাল গ্যাস লিমিটেড ডোমেস্টিক, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে। এ ছাড়াও কম্প্রেসড বায়ো গ্যাস, ইভি চার্জিং পরিষেবাও দিয়ে থাকে এই সংস্থা।

অন্যদিকে, ব্রিটিশ পেট্রোলিয়াম ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জয়েন্ট ভেঞ্চার জিও বিপি। তারা দেশের বিভিন্ন স্থানে থাকা পেট্রোল পাম্প থেকে পেট্রোল, ডিজেল বিক্রি করে ও ইভি চার্জিং পরিষেবা দিয়ে থাকে।