Mukesh Ambani: ইশা-আকাশকে পেরিয়ে অনন্ত পেলেন গুরুদায়িত্ব, ছোট ছেলেতেই ‘বাড়তি’ ভরসা মুকেশের
Mukesh Ambani: একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামীয় পয়লা মে থেকে বাবার সংস্থার আরও একটি দায়িত্ব নিতে চলেছেন অনন্ত। এবার থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন তিনি।

কলকাতা: ইশা, আকাশকে পেরিয়ে অনন্তের কাঁধে বড় দায়িত্ব তুলে দিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধর তথা ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি। সম্প্রতি নিজেদের শেষ ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সেই রিপোর্ট প্রকাশের দিন কতক পরেই অনন্তের নতুন দায়িত্বের ঘোষণা করে তারা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী পয়লা মে থেকে বাবার সংস্থার আরও একটি দায়িত্ব নিতে চলেছেন অনন্ত। এবার থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে সংস্থার অন্য়ান্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও, অনন্ত এতদিন পর্যন্ত কোনও এক্সিকিউটিভ পদে ছিলেন না।
অনন্তের আর সকল পদ
২০২০ সাল থেকে জিও বোর্ড অফ ডিরেক্টরের নন-এক্সিকিউটিভ সদস্য ছিলেন অনন্ত। এছাড়াও, ২০২১ সালে থেকে তিনি রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড ও রিলায়েন্স সোলার এনার্জি সংস্থার দায়িত্বে আছেন। ২০২২ সালে অন্যান্য সকল দায়িত্বের পাশাপাশি তিনি দায়িত্ব সামলাতে শুরু করেছিলেন রিলায়েন্স রিটেইল ভেনচারসে। তবে এই তিন সংস্থায় প্রথম থেকেই নন-এক্সিকিউটিভ পদে ছিলেন। এবার সেখান থেকেই হল পদোন্নতি।
প্রসঙ্গত, ২০২২ সালে নিজের তিন সন্তানের মধ্যে সংস্থার দায়িত্ব সমানভাবে বন্টন করেছিলেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি। সেই সময় কন্যা ইশার কাঁধে তুলে দিয়েছিলেন রিলায়েন্স রিটেইলের দায়িত্ব। আনন্দকে দিয়েছিলেন টেলিকমের দায়িত্ব। অনন্তকে দিয়েছিলেন বিদ্যুৎ সেক্টরের দায়িত্ব। কিন্তু সময়ের সঙ্গে দায়িত্ব আরও বেড়েছে তাঁর।

