Mukesh Ambani: দালাল স্ট্রিটে রিলায়েন্সের শেয়ারে ‘লাল-বাতি’! এটাই কি তবে বিক্রি করার মোক্ষম সময়?

Mukesh Ambani: গত পাঁচ দিন ধরেই পড়ছে রিলায়েন্স। এই সপ্তাহে প্রায় ৬ শতাংশ পড়ে গিয়েছে মুকেশ অম্বানির সংস্থার শেয়ারের দাম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্ব বাজারে নানা পরিবর্তনের জেরেই বাড়তি চাপ পড়ছে রিলায়েন্সের উপর।

Mukesh Ambani: দালাল স্ট্রিটে রিলায়েন্সের শেয়ারে লাল-বাতি! এটাই কি তবে বিক্রি করার মোক্ষম সময়?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজImage Credit source: Getty Image

|

Apr 04, 2025 | 4:22 PM

কলকাতা: শুধু টাটাই নয়। শুক্রে দালাল স্ট্রিটে হোঁচট খেল দেশের অন্যতম ধনকুবেরের সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Ltd)। এদিন এক ধাক্কায় সাড়ে ৩ শতাংশের অধিক পড়ে গেল রিলায়েন্সের শেয়ার দর। বাজার খোলার শুরুতে একটি শেয়ারের দর ছিল ১২৪০ টাকা। যা দিন শেষে এসে ঠেকল ১২০৫ টাকায়। আজ গোটা দিনে এই সংস্থার শেয়ারের সর্বনিম্ন এসে ঠেকেছে ১ হাজার ১৯২ টাকা পর্যন্ত।

গত পাঁচ দিন ধরেই পড়ছে রিলায়েন্স। এই সপ্তাহে প্রায় ৬ শতাংশ পড়ে গিয়েছে মুকেশ অম্বানির সংস্থার শেয়ারের দাম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্ব বাজারে নানা পরিবর্তনের জেরেই বাড়তি চাপ পড়ছে রিলায়েন্সের উপর। যার মধ্যে অন্যতম ট্রাম্পের ট্য়ারিফ হুঙ্কার। ইতিমধ্যে ভারতের উপর পারস্পরিক শুল্ক নীতি জারি করে দিয়েছে তারা। যার জেরে ধুঁকছে গোটা দালাল স্ট্রিট। ধুঁকছে রিলায়েন্সও।

উল্লেখ্য, সামনেই আবার নিজেদের শেষ ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ করতে চলেছে রিলায়েন্স। তার আগে যেমন দালাল স্ট্রিটেও জ্বলছে লাল সংকেত। তেমনই আবার বিশ্বের অতিধনীদের তালিকা থেকে স্থান পড়ছে ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানিরও। গত বছর তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন এসে ঠেকেছে ৯২.৫ বিলিয়ন মার্কিন ডলারে।

তবে কি রিলায়েন্স থেকে এবার কিছুদিনের জন্য একটু ‘বিরতি’ নেওয়া উচিত বিনিয়োগকারীদের? বিশেষজ্ঞদের ইঙ্গিতটা কিন্তু একেবারেই সেরকম নয়। এমন উত্থানপতনের মাঝেও বিগত কয়েক মাস ধরেই রিলায়েন্সে ‘বিশ্বাস’ রেখে নিজেদের বিনিয়োগের পরিমাণ বাড়াচ্ছে বিশ্বের অন্যতম ফিনান্স ম্যানেজমেন্ট সংস্থা গোল্ডম্যান স্যাক্স (Goldman Sachs)।

তাদের অনুমান, শেষ ত্রৈমাসিকে বিনিয়োগকারীদের ‘ভাল’ খবরই শোনাবে রিলায়েন্স। পাশাপাশি, বছর প্রতি ৬.৫ শতাংশ করে মুনাফাও বাড়বে বলে রিলায়েন্সের প্রতি আশা রাখছে তারা।

বিশেষ বিজ্ঞপ্তি: এটি শিক্ষামূলক প্রতিবেদন। শেয়ারে বিনিয়োগ সম্পূর্ণ ভাবেই ব্যক্তি সিদ্ধান্ত।