BSNL-র পৌষমাস, JIO-র সর্বনাশ? এক ঘোষণাতেই ঘুম উড়েছে মুকেশ অম্বানীর

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 30, 2024 | 4:53 PM

BSNL: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের রকেট গতিতে উত্থানেই ঘুম উড়েছে জিয়োর। দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক মজবুত করছে বিএসএনএল। রিলায়েন্স জিয়ো এদিকে ৫জি এনেছে ইতিমধ্যেই। এবার তাদের পাল্লা দিতে ৫জি নিয়ে আসছে বিএসএনএলও।

BSNL-র পৌষমাস, JIO-র সর্বনাশ? এক ঘোষণাতেই ঘুম উড়েছে মুকেশ অম্বানীর
বিএসএনএল চিন্তা বাড়াচ্ছে রিলায়েন্সের?
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: চিন্তা বাড়ছে মুকেশ অম্বানীর। রিলায়েন্স জিয়োর হাত ধরে টেলিকম ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব চালাচ্ছিল অম্বানী। কিন্তু চলতি বছর থেকেই সেই ব্যবসায় মন্দা। রাতারাতি খোয়াতে হয়েছে লক্ষাধিক গ্রাহক। এবার চিন্তা আরও বাড়ল রিলায়েন্সের। সৌজন্যে বিএসএনএল।

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের রকেট গতিতে উত্থানেই ঘুম উড়েছে জিয়োর। দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক মজবুত করছে বিএসএনএল। রিলায়েন্স জিয়ো এদিকে ৫জি এনেছে ইতিমধ্যেই। এবার তাদের পাল্লা দিতে ৫জি নিয়ে আসছে বিএসএনএলও।

আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী বছর, ২০২৫ সালেই ৫জি পরিষেবা আনছে বিএসএনএল। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজে জানালেন এই কথা। তিনি জানান, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ৪জি পরিষেবা চালু করেছে বিএসএনএল। এখনও পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ৪জি সাইট ইনস্টল করা হয়েছে। এরমধ্যে ৪১ হাজারের বেশি সাইটই চালু রয়েছে।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দ্রুতগতিতে ৫জি নেটওয়ার্কের কাজ চলছে। আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ এগিয়ে যাচ্ছে বিএসএনএল। নেটওয়ার্ক প্রোভাইডাররা গ্রাহকদের দ্রুত ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিএসএনএলের ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিয়ো কল করেও দেখান।

প্রসঙ্গত, সম্প্রতিই সাফল্যের একাধিক মাইলফলক ছুঁয়েছে বিএসএনএল। বিগত দুই মাসেই বিএসএনএলের নতুন ৬৫ লক্ষ গ্রাহক যোগ হয়েছে। সাশ্রয়ী ট্যারিফে প্রতিযোগী রিলায়েন্স জিয়ো ও এয়ারটেল-কে টেক্কা দিচ্ছে বিএসএনএল।

দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক রোলআউটের জন্য বিএসএনএল বস্টন কনসাল্টিং গ্রুপকে দায়িত্ব দিয়েছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি চ্যাটবটও প্রস্তুত করা হচ্ছে গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য।

Next Article