Nina Kothari: ব্যবসায় তুখোড়, ক্যান্সারে হারিয়েছেন স্বামীকে, অম্বানীদের বোন নিনাকে চেনেন কি?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 07, 2024 | 9:29 PM

Nina Kothari: দুই ভাই সবসময়ই থাকেন প্রচারের আলোকবৃত্তে। শুধু দুই ভাইই কেন, তাঁদের স্ত্রী-ছেলে-মেয়েরাও থাকেন লাইমলাইটে। কিন্তু মুকেশ ও অনিল অম্বানীর এক বোনও আছে, তা জানেন কি? আসলে, অম্বানি পরিবারের কিছু সদস্য স্পটলাইট থেকে দূরেই থাকতে ভালবাসেন।

Nina Kothari: ব্যবসায় তুখোড়, ক্যান্সারে হারিয়েছেন স্বামীকে, অম্বানীদের বোন নিনাকে চেনেন কি?
অনিল ও মুকেশ অম্বানির বোন নিনা কোঠারি
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: বিয়ে হচ্ছে ভারতের সবথেকে ধনী পরিবার, অম্বানিদের অন্যতম সদস্য অনন্ত অম্বানির। আর এই বিয়েকে কেন্দ্র করে এখন মুম্বই শহরে সাজো সাজো রব। শুধু মুকেশ অম্বানি নয়, তাঁর ভাই অনিল অম্বানিও একজন সুপরিচিত ব্যবসায়ী, রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান। দুই ভাই সবসময়ই থাকেন প্রচারের আলোকবৃত্তে। শুধু দুই ভাইই কেন, তাঁদের স্ত্রী-ছেলে-মেয়েরাও থাকেন লাইমলাইটে। কিন্তু মুকেশ ও অনিল অম্বানীর এক বোনও আছে, তা জানেন কি? আসলে, অম্বানি পরিবারের কিছু সদস্য স্পটলাইট থেকে দূরেই থাকতে ভালবাসেন। ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চান। মুকেশ ও অনিল আম্বানির বোন, নিনা কোঠারিও এমনই এক ব্যক্তি। অথচ, তিনিও কিন্তু নিজের কৃতিত্বে একজন অন্যতম সফল ব্যবসায়ী এবং তাঁর ভাইদের মতোই বিপুল সম্পদের মালিক।

আসলে ব্যবসা তো তাঁর রক্তেই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, প্রয়াত ধিরুভাই অম্বানির মেয়ে বলে কথা। ১৯৮৬ সালে, তিনি বিয়ে করেছিলেন এইচসি কোঠারি গ্রুপের কর্নধার, ভদ্রশ্যাম কোঠারিকে। বর্তমানে, কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের চেয়ারপারসন হিসেবে, প্রায় নীরবে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন নিনা এবং ব্যবসায়িক জগতে নিজের এক পৃথক জায়গা তৈরি করে নিয়েছেন। ২০০৩ সালে তাঁর ব্যবসা জগতে পা রেখেছিলেন নিনা। জাভাগ্রিন ফুড অ্যান্ড কফি নামে একটি ফ্র্যাঞ্চাইজি চালু করেছিলেন তিনি। তবে, সেই ব্যবসা খুব একটা ভাল চলেনি। অন্যান্য প্থম সারির কফি চেইনের মতো জনপ্রিয়তা পায়নি জাভাগ্রিন। তবে, এই প্রথম উদ্যোগ থেকেই নিনার ব্যবসাকির বুদ্ধির পরিচয় পাওয়া গিয়েছিল।

২০১৫ সালটা জীবন বদলে দিয়েছিল নিনার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর, ওই বছর মৃত্যু হয় নিনার স্বামী ভদ্রশ্যামের। দুই সন্তান, অর্জুন এবং নয়নতারাকে বড় করার দায়িত্ব এককভাবে এসে পড়েছিল তাঁর ঘাড়ে। একইসঙ্গে ছিল, কোঠারিদের পারিবারিক ব্যবসা চালানোর গুরু দায়িত্ব। সন্তানদের বড় করবেন না, পারিবারিক ব্যবসা দেখবেন – এই দ্বিধায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত সংসার সামলেই ‘কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডে’র দায়িত্ব নেন নিনা। ২০১৫ সালের ৮ এপ্রিল, তাঁকে এইচসি কোঠারি গ্রুপের চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করা হয়েছিল। এটাই ছিল নিনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট।

অটুট ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে তিনি পারিবারিক ব্যবসাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। এইচসি কোঠারি গ্রুপের ফ্ল্যাগশিপ এন্টারপ্রাইজ হিসাবে ‘কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডে’র অবস্থানকে আরও মজবুত করেছেন তিনি। এইচসি কোঠারি গ্রুপের চেয়ারপার্সনের দায়িত্ব ছাড়াও, এই গোষ্ঠীর ‘কোঠারি পেট্রোকেমিক্যালস লিমিটেড’ এবং ‘কোঠারি সেফ ডিপোজিটস লিমিটেড’ – এই দুই সংস্থার দায়িত্বেও রয়েছেন নিনা। তাঁর বড় ছেলে অর্জুন কোঠারি এখন তাঁকে ব্যবসা দেখতে সাহায্য করেন। কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের ভূমিকায় আছেন তিনি। মেয়ে নয়নতারার বিয়ে হয়েছে আরেক বড় ব্যবসায়ী পরিবারে। কে কে বিড়লার নাতি তথা শ্যাম ও শোভনা ভরতিয়ার ছেলে, শমিত ভরতিয়া তাঁর স্বামী।

আর্থিক মূল্যেও ভাইদের থেকে খুব একটা পিছিয়ে নেই নিনা। কর্পোরেট শেয়ারহোল্ডিং-এর তথ্য অনুযায়ী, নিনা মোট ৫২.৪ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। এছাড়া, দুটি পাবলিকলি ট্রেড করা স্টকের মালিকও তিনি৷ আর তাঁর পরিচালিত, কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের হাতে মূলধন রয়েছে ৪৩৫ কোটি টাকার।

Next Article