Mumbai Airport: ‘মুম্বই মেরি জান’, বাণিজ্যনগরীতে বাড়ছে বিমানের যাত্রীসংখ্যা
Mumbai Airport: গতবছর মুম্বই বিমানবন্দরে একদিনে সবচেয়ে বেশি যাত্রীসংখ্যার রেকর্ড হয়েছে গত ২১ ডিসেম্বর। ওইদিন আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীসংখ্যা ছিল ১ লক্ষ ৭০ হাজার। তার মধ্যে আন্তঃরাজ্য বিমানের যাত্রীর সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৯৮২। আর আন্তর্জাতিক উড়ানের যাত্রীসংখ্যা ছিল ৫২ হাজার ৮০০।
মুম্বই: দেশের বাণিজ্যনগরী। চোখে হাজারো স্বপ্ন নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পা রাখেন মুম্বইয়ে। আর এই শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়ছে যাত্রীসংখ্যা। তথ্য বলছে, ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে মুম্বই বিমানবন্দরে ৬.৩ শতাংশ যাত্রী বেড়েছে।
মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড(MIAL) জানিয়েছে, ২০২৪ সালে মুম্বই বিমানবন্দরে যাত্রীসংখ্যা ছিল ৫.৪৮ কোটি। ২০২৩ সালে মুম্বই বিমানবন্দরে যাত্রীসংখ্যা ছিল ৫.১৬ কোটি। এক বছরে যাত্রীসংখ্যা বেড়েছে ৬.৩ শতাংশ। আন্তর্জাতিক এই বিমানবন্দর থেকে ২০২৪ সালে ৩ লক্ষ ৪৬ হাজার ৬১৭টি বিমান ওঠা-নামা করেছে। ২০২৩ সালের চেয়ে যা ৩.২ শতাংশ বেশি।
গতবছর মুম্বই বিমানবন্দরে একদিনে সবচেয়ে বেশি যাত্রীসংখ্যার রেকর্ড হয়েছে গত ২১ ডিসেম্বর। ওইদিন আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীসংখ্যা ছিল ১ লক্ষ ৭০ হাজার। তার মধ্যে আন্তঃরাজ্য বিমানের যাত্রীর সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৯৮২। আর আন্তর্জাতিক উড়ানের যাত্রীসংখ্যা ছিল ৫২ হাজার ৮০০। ২০২৪ সালের ১২ মাসের মধ্যে ডিসেম্বরেই সবচেয়ে বেশি যাত্রীর পা পড়েছে মুম্বই বিমানবন্দরে। ডিসেম্বরজুড়ে মোট ৫০.৫ লক্ষ যাত্রী যাওয়া-আসা করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরের চেয়ে যা ৩.৪ শতাংশ বেশি।
এই খবরটিও পড়ুন
গত বছরের ডিসেম্বরে ৮ হাজারের বেশি আন্তর্জাতিক বিমান ওঠা-নামা করেছে মুম্বই বিমানবন্দরে। যা থেকে স্পষ্ট, মুম্বই ক্রমশ আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠছে।