Mutual Funds: হঠাৎ প্রয়োজনে একেবারে সস্তায় Loan পাবেন মুহূর্তে, দিতে হবে না কোনও বাড়তি চার্জও!

Mutual Funds Loan: সঞ্চয় ভাঙলে বিনিয়োগ বা সঞ্চয়ের যে লক্ষ তা নষ্ট হয়। আবার পার্সোনাল লোন নিলে সেই ক্ষেত্রে অনেকটা বেশি টাকা মেটাতে হয়। ফলে, ক্ষতির মুখে পড়ে সেই সঞ্চয়ই।

Mutual Funds: হঠাৎ প্রয়োজনে একেবারে সস্তায় Loan পাবেন মুহূর্তে, দিতে হবে না কোনও বাড়তি চার্জও!
Image Credit source: DEV IMAGES/Moment/Getty Images

Jul 25, 2025 | 5:24 PM

হঠাৎ টাকার প্রয়োজন হলে অনেক সময় ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট ভেঙে সেই টাকা নিই আমরা। আবার মিউচুয়াল ফান্ডে লগ্নি থাকলে সেই অর্থও অনেক সময় তুলে নিই আমরা। অনেক বেশি টাকার প্রয়োজন হলে, অনেকে পার্সোনাল লোনও নিয়ে নেয়। সঞ্চয় ভেঙে টাকা নিলে বা লোন নিলে বিভিন্ন ধরণের অসুবিধাও দেখা যায়।

সঞ্চয় ভাঙলে বিনিয়োগ বা সঞ্চয়ের যে লক্ষ তা নষ্ট হয়। আবার পার্সোনাল লোন নিলে সেই ক্ষেত্রে অনেকটা বেশি টাকা মেটাতে হয়। ফলে, ক্ষতির মুখে পড়ে সেই সঞ্চয়ই। কিন্তু এ ছাড়াও লোন পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডকে সিকিওরিটি হিসাবে রেখে পাওয়া যায় লোন।

গোল্ড লোন যেভাবে নেয়, ঠিক সেই ভাবেই মিউচুয়াল ফান্ডকে সিকিওরিটি হিসাবে রেখে লোন নেওয়া যায়। একে বলা হয় মিউচুয়াল ফান্ড লোন। এই লোনে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের পরিমাণ অক্ষত থাকে। এই লোন এক প্রকার সিকিওর্ড লোন। ফলে, এই লোনের ক্ষেত্রে সুদের হার খুব বেশি হয় না। আর এখানেই পার্সোনাল লোনের সঙ্গে এই লোনের পার্থক্য।

যেহেতু পার্সোনাল লোন একপ্রকার আনসিকিওর্ড লোন, সেই কারণে এই লোনে সুদের হার অনেকটা বেশি। সেই তুলনায় মিউচুয়াল ফান্ড লোনে সুদের হার অনেকটা কম। মাসিক ১ শতাংশ বা তারও কম সুদের হারে এই লোন পাওয়া যায়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এই ধরনের লোন দিয়ে থাকে। এ ছাড়াও বিভিন্ন এনবিএফসি বা নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিও এই লোন দিয়ে থাকে।

এই ধরনের লোনে একটি ঝুঁকি অবশ্য রয়েই যায়। যদি লোন নেওয়ার পর মিউচুয়াল ফান্ডের ভ্যালু কমে যায়। তেমন হলে ৬ দিনের মধ্যে সেই পরিমাণ ঋণ মিটিয়ে দিতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।