Tata Group: রতন টাটা আর নেই, TATA গ্রুপের দায়িত্ব ছাড়লেন তাঁর ‘প্রিয়জন’ও! কে ইনি?

N Chandrasekharan: এন চন্দ্রশেখরনের ইস্তফার পরই কোম্পানির ডিরেক্টর এস পদ্মনাভকে বোর্ড অব ডিরেক্টরের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে। আগামী ৩০ মে থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া

Tata Group: রতন টাটা আর নেই, TATA গ্রুপের দায়িত্ব ছাড়লেন তাঁর প্রিয়জনও! কে ইনি?
রতন টাটার সঙ্গে এন চন্দ্রশেখরন।Image Credit source: X

|

May 29, 2025 | 10:22 AM

নয়া দিল্লি: টাটা গ্রুপে বড় ধাক্কা। টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন এন চন্দ্রশেখরন। আজ, ২৯ মে টাটা গ্রুপে তাঁর শেষ দিন। সংস্থার তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিচ্ছেন এন চন্দ্রশেখরন।

গতকাল, ২৮ মে চিঠি লিখে চন্দ্রশেখরন বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাচ্ছি যে টাটা কেমিক্যালস লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিচ্ছি। বর্তমান ও ভবিষ্যৎ প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। টাটা কেমিক্যালসের বোর্ডের চেয়ারম্যান হওয়া আমার জন্য সম্মানের।”

এন চন্দ্রশেখরনের ইস্তফার পরই কোম্পানির ডিরেক্টর এস পদ্মনাভকে বোর্ড অব ডিরেক্টরের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে। আগামী ৩০ মে থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া মদন সাহাকে অ্যাডিশনাল ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমানে টাটা সন্সের স্ট্রাটেজিক পদে রয়েছেন।

প্রসঙ্গত, সাইরাস মিস্ত্রিকে পদ থেকে অপসারণের পর ২০১৭ সালে রতন টাটাই এন চন্দ্রশেখরনকে টাটা সন্সের চেয়ারম্যান পদে বসান। কাজের বাইরেও তাঁদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল।