Nano Banana: Google-এর সিইও হাতে পুতুল, দেখুন Sundar Pichai-এর ন্যানো ব্যানানা ট্রেন্ড!

Digital Viral: জোশ উডওয়ার্ড, যিনি গুগলের এআই টিমের ভাইস প্রেসিডেন্ট, তিনি টুইটারে জানান জেমিনাই ৫ বিলিয়ন ছবি তৈরির মাইলফলক পার করেছে। এর প্রতিক্রিয়ায় সুন্দর পিচাই নিজের একটি এআই-সৃষ্ট ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'মেক দ্যাট ৫ বিলিয়ন অ্যান্ড ১'।

Nano Banana: Google-এর সিইও হাতে পুতুল, দেখুন Sundar Pichai-এর ন্যানো ব্যানানা ট্রেন্ড!
Image Credit source: https://x.com/sundarpichai

Sep 26, 2025 | 6:30 PM

গুগলের নতুন এআই ইমেজ টুল ‘জেমিনাই’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র এক মাসে ৫ বিলিয়নের বেশি ছবি তৈরি করে ফেলেছে এই টুল। এই সাফল্যের মাঝেই এক অদ্ভুত ট্রেন্ড ছড়িয়ে পড়েছে; নিজের থ্রি ডি ফিগার তৈরি করার ‘ন্যানো ব্যানানা’ ট্রেন্ড। আর এবার এই ট্রেন্ডে যোগ দিয়েছেন খোদ গুগলের সিইও সুন্দর পিচাই।

জোশ উডওয়ার্ড, যিনি গুগলের এআই টিমের ভাইস প্রেসিডেন্ট, তিনি টুইটারে জানান জেমিনাই ৫ বিলিয়ন ছবি তৈরির মাইলফলক পার করেছে। এর প্রতিক্রিয়ায় সুন্দর পিচাই নিজের একটি এআই-সৃষ্ট ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘মেক দ্যাট ৫ বিলিয়ন অ্যান্ড ১’। ছবিটি সুন্দরেরই একটি ক্ষুদ্র সংস্করণ।

‘ন্যানো ব্যানানা’ কী?

এটি মূলত একটি বিশেষ প্রম্পট, যা ব্যবহার করে যে কোনও ছবিকে একটি পুতুলের মতো থ্রি ডি ফিগারে রূপান্তরিত করা যায়। গুগল জানিয়েছে, তারা একটি বাস্তবসম্মত স্টাইলে ছবিটি তৈরি করে। কম্পিউটারের ডেস্কে রাখা এই ফিগারের নীচে একটি স্বচ্ছ অ্যাক্রেলিক বেস থাকে। পাশে একটি খেলনার প্যাকেজিং বক্সও দেখা যায়।

আপনি যদি নিজের এমন একটি ছবি তৈরি করতে চান, গুগল তার প্রম্পটটিও শেয়ার করেছে। এই প্রম্পটটি ব্যবহার করে আপনার যে কোনও ছবিকে একটি 1/7 স্কেলের বাণিজ্যিকভাবে প্রস্তুত পুতুলে পরিণত করা যাবে। এটি শুধুমাত্র প্রযুক্তির একটি খেলা নয়, এটি দেখায় কীভাবে এআই মানুষের সৃজনশীলতাকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে।