বেঙ্গালুরু: বয়স তার মাত্র ৪ মাস। এই বয়সেই দাদুর কাছ থেকে ২৪০ কোটি টাকার উপহার পেল একাগ্র রোহন মূর্তি। কে এই ধনকুবের একরত্তি? ভারতের দ্বিতীয় দ্বিতীয় তথ্য-প্রযুক্তি পরিষেবা সংস্থা, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নায়ারণ মূর্তির নাতি। নারায়ণ মূর্তির মোট সম্পত্তির মূল্য আনুমানিক ৩৬,৭০০ কোটি টাকা। কাজেই, তিনি নাতিকে ২৪০ কোটি টাকার উপহার দেবেন, তাতে আর আশ্চর্যের কিছু নেই। কিন্তু, চার মাসের নাতিকে কী উপহার দিলেন তিনি? জানা গিয়েছে, ইনফোসিস সংস্থার ১৫ লক্ষ শেয়ার বা ০.০৪ শতাংশ শেয়ার নাতির হাতে তুলে দিয়েছেন ইনফোসিস কর্তা।
এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে, ‘অফ-মার্কেট’ মোডে এই লেনদেন করেছেন নারায়ণ মূর্তি। এর আগে, ইনফোসিসে তাঁর শেয়ার ছিল ০.৪ শতাংশ। নাতিকে তার থেকেই ০.০৪ শতাংশ দিয়েছেন তিনি। ফলে, বর্তমানে ইনফোসিস নায়ারণ মূর্তির ০.৩৬ শতাংশ বা ১.৫১ কোটি শেয়ার থাকল। প্রসঙ্গত, ২০২৩-এর নভেম্বরে নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির ছেলে রোহন মূর্তি এবং তাঁর স্ত্রী অপর্ণা কৃষ্ণানের কোলে এসেছিল একাগ্র মূর্তি। তার আগেই অবশ্য দাদু-দিদা হয়েছিলেন নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি। তাঁদের কন্যা অক্ষতা মূর্তি এবং জামাই তথা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের দুই মেয়ে রয়েছে। তাদের অবশ্য ইনফোসিস পরিবারে যুক্ত করেননি নারায়ণ মূর্তি। যে সৌভাগ্য, মাত্র চার মাস বয়সেই হল তাঁদের নাতির।
১৯৮১ সালে ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠা করেছিলে নারায়ণ মূর্তি এবং আরও বেশ কয়েকজন তথ্য-প্রযুক্তিবিদ। ১৯৯৯ সালের মার্চেই নাসডাকে (Nasdaq)-এ তালিকাভুক্ত হয়েছিল ইনফোসিস। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে এই সাফল্য পেয়েছিল নারায়ণ মূর্তিদের সংস্থা। সম্প্রতি নায়ারণ মূর্তি জানিয়েছেন, সেটাই ছিল তাঁর কর্মজীবনের সবথেকে গর্বের মুহূর্ত। তবে, সংস্থার অগ্রগতির জন্য বেশ কিছু সাহসী পদক্ষেপ নিতে হত। কিন্তু, তাঁদের সংস্থায় গণতন্ত্র ছিল বলে, অনেক সময়ই সেই পদক্ষেপগুলি করতে পারেননি। তাই, যে পরিমাণ সাফল্য পাওয়ার কথা ছিল, তা আসেনি। এটা নিয়ে তাঁর এখনও আক্ষেপ আছে বলে জানিয়েছেন নারায়ণ মূর্তি। অতি সম্প্রতি, সুধা মূর্তিকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যসভার সাংসদ হিসেবে শপথও গ্রহণ করেছেন তিনি।