নয়া দিল্লি: এনবিসিইউনিভার্সাল (NBCuniversal)-এর সঙ্গে বেশ কয়েক বছরের জন্য চুক্তি করল ভায়াকম১৮ (Viacom18)-এর ওটিটি প্ল্য়াটফর্ম জিও সিনেমা (Jio Cinema)। সোমবার জিও সিনেমার পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে এনবিসিইউনিভার্সালের হাজার হাজার ফিল্ম এবং টিভি সিরিজ দেখতে পাবেন ভারতীয় দর্শকরা। এই অংশীদারিত্বের ফলে দিওয় সিনেমা প্ল্যাটফর্মে এক ধাক্কায় কনটেন্টের সংখ্যা অনেকটা বেড়ে গেল। এনবিসিইউনিভার্সালের পোর্টফোলিওর মধ্যে রয়েছে ইউনিভার্সাল টেলিভিশন, ইউসিপি, ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল স্টুডিও, ইউনিভার্সাল টেলিভিশন অল্টারনেটিভ স্টুডিও, স্কাই স্টুডিও, ড্রিমওয়ার্কস অ্যানিমেশন, ইউনিভার্সাল পিকচার্স, ফোকাস ফিচার, ব্রাভো এবং আরও অনেকগুলি চ্যানেলর কনটেন্ট। এবার থেকে ভারতীয় দর্শকরা এই কনটেন্ট উপভোগ করতে পারবেন জিও সিনেমাতেই। এর আগে জিও সিনেমা হাত মিলিয়েছিল এইচবিও-র সঙ্গে। এইচবিও-র জনপ্রিয় শোগুলিও এখন জিও সিনেমার প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
সম্প্রতি জিও সিনেমা জানিয়েছে, আগামী মাস থেকে তারা জিও সিনেমা প্রিমিয়াম ‘JioCinema Premium’ চালু করবে। প্রিমিয়াম কনটেন্ট অবশ্য বিনামূল্যে দেখা যাবে না। সেই প্রিমিয়াম পরিষেবাতেই এনবিসিইউ-এর প্রোগ্রামগুলি দেখা যাবে। ডোয়েন জনসন অভিনীত কমেডি ফিল্ম ‘ইয়ং রক’ থেকে শুরু করে অ্যাকশন থ্রিলার ‘দ্য লাজারাস প্রজেক্ট’, ইনভেস্টিগেটিং ড্রামা সিরিজ ‘দ্য কলিং এবং আরও অনেক বিশ্বখ্যাত সিরিজগুলি দেখতে পাবেন। ডাউনটাউন অ্যাবি, স্যুটস, দ্য অফিস, পার্কস অ্যান্ড রিক্রিয়েশন এবং দ্য মিন্ডি প্রজেক্ট সহ এনবিসিইউ-এর বিশাল লাইব্রেরির অ্যাক্সেস পাবেন ভারতীয় দর্শকরা।
রিয়েলিটি শো-এর অনুরাগীরাও এনবিসিইউ-এর আনস্ক্রিপ্টড সিরিজের সমস্ত কনটেন্ট দেখতে পাবেন জিও সিনেমায়। ‘দ্য রিয়েল হাউসওয়াইভস অব বেভারলি হিলস’, ‘ভ্যান্ডারপাম্প রুলস’, ‘ফ্যামিলি কর্মা’, ‘দ্য জেন্টল আর্ট অব সুইডিশ ডেথ ক্লিনিং’-এর মতো জনপ্রিয় শোগুলিও এই চুক্তির অন্তর্গত। পাশাপাশি, হলিউড স্টুডিওর বিভিন্ন সিনেমাগুলির স্ট্রিমিং প্রিমিয়ারও হবে জিও সিনেমার প্ল্যাটফর্মে। এর মধ্যে রয়েছে ড্রিমওয়ার্কস অ্যানিমেশন-এর অস্কার-মনোনীত ফিল্ম ‘পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ’, সাই-ফাই হরর ফিল্ম ‘এম৩জিএএন’-এর মতো ফিল্ম। এছাড়া থাকছে, ‘জুরাসিক পার্ক’, ‘বোর্ন’, ‘শ্রেক’, ‘দ্য মামি’ এবং ‘পিচ পারফেক্ট’-এর মতো ব্লকবাস্টার ফিল্ম ফ্র্যাঞ্চাইজিগুলি৷