New Bank Rules: বদলেছে Credit Card-এর নিয়ম, সমস্যায় পড়বেন আপনি?

Credit Card: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তাদের একাধিক কার্ডে নিয়ম বদলেছে। আগামী ১৫ জুলাই থেকে প্রিমিয়াম এবং কো ব্র্যান্ডেড কার্ডগুলোতে বিনামূল্যে বিমা দুর্ঘটনা বিমা বন্ধ করেছে স্টেট ব্যাঙ্ক।

New Bank Rules: বদলেছে Credit Card-এর নিয়ম, সমস্যায় পড়বেন আপনি?
Image Credit source: athima tongloom/Moment/Getty Images

Jul 03, 2025 | 5:23 PM

জুলাই মাসের ১ তারিখ থেকে বড় বদল হয়েছে একাধিক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে। জানা গিয়ছে, নতুন নিয়মে বদলে গিয়েছে সংশোধিত বিমা ও লেনদেনের খরচ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তাদের একাধিক কার্ডে নিয়ম বদলেছে। আগামী ১৫ জুলাই থেকে প্রিমিয়াম এবং কো ব্র্যান্ডেড কার্ডগুলোতে বিনামূল্যে বিমা দুর্ঘটনা বিমা বন্ধ করেছে স্টেট ব্যাঙ্ক।

এতদিন এলিট, মাইলস এলিট ও মাইলস প্রাইম ক্রেডিট কার্ডে স্টেট ব্যাঙ্ক গ্রাহকরা বিনা পয়সায় কোট টাকা বিমা কভার পেতেন। সেই সুবিধা আর পাবেন না তাঁরা। যাঁরা প্রাইম বা পালস কার্ড ব্যাবহার করতেন তাঁরা পেতেন ৫০ লক্ষ টাকার বিমা। স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী ভবিষ্যতে এই সুবিধা পেতে গেলে আলাদা করে টাকা দিতে হবে গ্রাহকদের।

১ জুলাই ক্রেডিট কার্ডের চার্জ বদল করছে এইচডিএফসি। ফলে খরচ বাড়তে চলেছে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের। এ ছাড়াও গেমিংয়ের জন্য এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা আর কোনও রিওয়ার্ড পয়েন্টও পাবেন না। ম্যারিয়ট বনভয়ের কো ব্র্যান্ডেড কার্ডগুলোয় অবশ্য পাওয়া যাবে রিওয়ার্ড পয়েন্টস। আবার জুলাই মাসের ১০ তারিখ থেকে মিন্ত্রা ক্রেডিট কার্ড বন্ধ করে দেবে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।