Mobile SIM: মোবাইলের নতুন সিম নিতে হলে এবার এই নিয়মগুলি মানতে হবে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 23, 2023 | 9:31 AM

Mobile SIM: মোবাইল সিম সংক্রান্ত নতুন টেলিকম বিলটি সংসদে পাশ হলে যে কোনও জায়গা থেকে আর সিম কিনতে পারবেন না। পাশাপাশি এই বিলে সিম ব্যবহারকারীদের অভিযোগ সমাধানের জন্য সরকার একটি নোডাল এজেন্সি তৈরি করার নির্দেশ দিয়েছে। যেখানে ব্যবহারকারীরা টেলিকম কোম্পানি এবং তার পরিষেবাগুলির সঙ্গে সম্পর্কিত অভিযোগ জানাতে পারবেন।

Mobile SIM: মোবাইলের নতুন সিম নিতে হলে এবার এই নিয়মগুলি মানতে হবে
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: মোবাইলের নতুন সিম নেওয়ার প্রক্রিয়া এবার জটিল হতে চলেছে। আর কেবল টাকা ও আধার কার্ড জমা দিলেই সিম পাওয়া যাবে না। কারও পরিচয় বিশেষভাবে যাচাইয়ের পরই মোবাইলের সিম দেওয়া হবে। সম্প্রতি সংসদে এমনই এক টেলিকম বিল পেশ করেছে টেলিকম মন্ত্রক। এই বিল মোতাবেক মোবাইল সিম ইস্যু করার ক্ষেত্রে অনেক নিয়মে বড় পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে এই নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা ও জরিমানাও হতে পারে।

মোবাইল সিম সংক্রান্ত নতুন টেলিকম বিলটি সংসদে পাশ হলে যে কোনও জায়গা থেকে আর সিম কিনতে পারবেন না। পাশাপাশি এই বিলে সিম ব্যবহারকারীদের অভিযোগ সমাধানের জন্য সরকার একটি নোডাল এজেন্সি তৈরি করার নির্দেশ দিয়েছে। যেখানে ব্যবহারকারীরা টেলিকম কোম্পানি এবং তার পরিষেবাগুলির সঙ্গে সম্পর্কিত অভিযোগ জানাতে পারবেন।

 

 

সিম কার্ডের জন্য এই নিয়মগুলো মেনে চলতে হবে

১) নতুন সিম কার্ড পেতে গ্রাহককে টেলিকম সংস্থার কেন্দ্রে যেতে হবে।
২) সিম কেনার সময় আধার বায়োমেট্রিক্স করতে হবে। তবেই নতুন সিম ইস্যু হবে। এর জন্য যে দোকানে সিম বিক্রি হয়, সেখানে বায়োমেট্রিক ডিভাইস রাখতে হবে।
৩) জালিয়াতি ঠেকাতে ব্যবহারকারীদের চোখ ও হাতও স্ক্যান করা হবে, তারপরই সিম দেওয়া হবে।
৪) সিম নেওয়ার সময় যাচাইকরণের জন্য আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এই সমস্ত প্রক্রিয়া পূরণ করার পরই নতুন সিম কার্ড ইস্যু করা হবে।

নিয়ম লঙ্ঘন করলে জরিমানা

কোনো টেলিকম কোম্পানি বা স্টোর অপারেটর সিম বিক্রি করলে উপরিউক্ত নিয়মগুলি না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনত শাস্তির পাশাপাশি জরিমানাও করা হতে পারে। এছাড়া নতুন বিল অনুযায়ী, টেলিকম সংস্থাগুলিকে এখন প্রচারমূলক বার্তা পাঠানোর আগে ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নিতে হবে।

Next Article