Vande Bharat Train: আধ ঘণ্টায় কানপুর, ৫০ মিনিটে বরৈলি, আরও একটি নতুন রুটে চালু হচ্ছে বন্দে ভারত

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 18, 2023 | 8:00 AM

Vande Bharat Train: কেন্দ্রীয় বাজেটেই বন্দে ভারত এক্সপ্রেসের মতো বন্দে মেট্রো চালু করার ঘোষণা করা হয়েছিল। বন্দে মেট্রোয় একই রাজ্যের বিভিন্ন শহরকে যুক্ত করা হবে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব।

Vande Bharat Train: আধ ঘণ্টায় কানপুর, ৫০ মিনিটে বরৈলি, আরও একটি নতুন রুটে চালু হচ্ছে বন্দে ভারত
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: কম সময়ে দ্রুতগতিতে রেলপথে গন্তব্যে পৌঁছনোর জন্য আগে ভরসা ছিল দুরন্ত, জনশতাব্দী, রাজধানীর মতো ট্রেনের উপরেই ভরসা করতেন সকলে। কিন্তু যাবতীয় ট্রেনকে ছাপিয়ে যাত্রীদের পছন্দের তালিকায় এক নম্বরে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই ৮টি রুটে চালু হয়েছে বন্দে ভারতের ট্রেন। এবার নতুন আরও একটি রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। উত্তর ভারতের বিভিন্ন শহরকে যুক্ত করবে এই নতুন রুটের ট্রেন। সম্প্রতিই কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করেন। কেন্দ্রীয় সূত্রে খবর, শীঘ্রই কেন্দ্রীয় সরকার লখনউ থেকে সীতাপুর এবং লখনউ-কানপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। হাইস্পিড করিডরের মাধ্যমে কানপুর, সীতাপুর, রায়বরেলি ও বরৈলিকে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন রুটে ট্রেন চালু হলে উত্তর প্রদেশের বিভিন্ন শহর থেকে লখনউয়ে পৌঁছনো আরও সহজ হয়ে যাবে।

কী পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলওয়ে?

কেন্দ্রীয় বাজেটেই বন্দে ভারত এক্সপ্রেসের মতো বন্দে মেট্রো চালু করার ঘোষণা করা হয়েছিল। বন্দে মেট্রোয় একই রাজ্যের বিভিন্ন শহরকে যুক্ত করা হবে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। সূত্রের খবর, উত্তর প্রদেশের লখনউ থেকে কানপুরের মধ্যে হাইস্পিড মেট্রো করিডর তৈরির কাজ চলছে। আগে যেখানে ট্রেনে কানপুর থেকে লখনউ যেতে দুই ঘণ্টা সময় লাগত, তা কমিয়ে ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বর্তমানে লখনউ থেকে কানপুরের মধ্যে দৈনিক ও সাপ্তাহিক ট্রেন মিলিয়ে মোট ১১০টি ট্রেন চলে। আগে কেন্দ্রের এইঈ রুটে আরআরটিএস ট্রেন চালু করার পরিকল্পনা করলেও, বর্তমানে সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়েছে। তার বদলে বন্দে ভারত প্রকল্পের অধীনে বন্দে মেট্রো ট্রেন চালু করা হবে। জানা গিয়েছে, লখনউ-সীতাপুর করিডর তৈরি হয়ে গেলে ৮৯ কিলোমিটার পথ অতিক্রম করতে মাত্র ৫০ মিনিট সময় লাগবে।

Next Article