Nifty-Sensex: রেকর্ড ছুঁয়ে ফেলল ভারতের বাজার, হঠাৎ এমন হুড়মুড়িয়ে কেন উঠছে নিফটি, সেনসেক্স?

Equity Market Hits Record High: ৪০০ পয়েন্টের বেশি বেড়ে সেনসেক্স পেরিয়ে গিয়েছে ৮৬,০০০ পয়েন্ট। অন্যদিকে, প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ২৬,৩০০ ছুঁয়ে ফেলেছে আর এক শেয়ার বাজার সূচক নিফটি ৫০। প্রায় ১৪ মাসের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে ভারতের বাজার।

Nifty-Sensex: রেকর্ড ছুঁয়ে ফেলল ভারতের বাজার, হঠাৎ এমন হুড়মুড়িয়ে কেন উঠছে নিফটি, সেনসেক্স?
কোন ওষুধে সকাল থেকেই চাঙ্গা বাজার?Image Credit source: PTI

Nov 27, 2025 | 12:07 PM

২৬ তারিখই সেট হয়ে গিয়েছিল ট্রেন্ড। বিশেষজ্ঞরাও আশার আলো দেখিয়েছিলেন যে এই সপ্তাহের শেষ পর্যন্ত ধীরে ধীরে বাড়তে থাকবে ভারতের দুই ধেয়ার সূচক নিফটি ও সেনসেক্স। আর সেই আশাকে আরও জোরাল করে ২৭ তারিখ সকালের চড়চড়িয়ে বাড়ল এই দুই সূচক। ৪০০ পয়েন্টের বেশি বেড়ে সেনসেক্স পেরিয়ে গিয়েছে ৮৬,০০০ পয়েন্ট। অন্যদিকে, প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ২৬,৩০০ ছুঁয়ে ফেলেছে আর এক শেয়ার বাজার সূচক নিফটি ৫০। প্রায় ১৪ মাসের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে ভারতের বাজার।

কেন এত দ্রুত ছুটছে বাজার?

বিশেষজ্ঞরা বলছেন, বাজারের এই গতির পিছনে রয়েছে তিনটি মূল কারণ। প্রথমত, প্রত্যাশিত কর্পোরেট আয়ের শক্তিশালী প্রত্যাবর্তন। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে ধীরে ধীরে সংশোধনের ফলে মার্কেটের ভ্যালুয়েশন এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। তৃতীয়ত, চলতি অর্থবর্ষের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি ভারতের বাজারকে ভরসা জুগিয়েছে।

মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ অমিত প্রেমচন্দানি মনে করেন, “সেপ্টেম্বরের ত্রৈমাসিকে একাধিক সংস্থার আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও চলতি অর্থবর্ষের শেষ ভাগে আরও ভাল ফল করবে বাজার, মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই বাজারের জন্য একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে’।

ভ্যালুয়েশনের ফারাক কমল

গত ১৫ মাসে দেশের বেঞ্চমার্ক সূচকগুলো বেশ স্থিতিশীলতার মধ্যে দিয়ে গিয়েছে। আর সেই কারণেই সংস্থাগুলোর সঠিক ভ্যালুয়েশনের সঙ্গে শেয়ার বাজারের ভ্যালুয়েশনের যে পার্থক্য ছিল, সেটা কমেছে। হিসাবও বলছে নিফটির প্রাইস টু আর্নিং রেশিও কমে গিয়েছে আগের তুলনায়। ফলে, বাজার সময়ের সঙ্গে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

ঘরোয়া বিনিয়োগের জোরালো ‘মাসল পাওয়ার’

বিদেশি বিনিয়োগের ওঠানামা সত্ত্বেও বাজারকে ধরে রেখেছে ঘরোয়া বিনিয়োগকারীরাই। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডগুলিতে টানা বিনিয়োগ করে চলেছেন খুচরো বিনিয়োগকারীরা। এই মিউচুয়াল ফান্ডগুলি এই সময়ের মধ্যে প্রায় ২ লক্ষ ৯২ হাজার কোটি টাকা বা ৩২.৯৪ বিলিয়ন ডলার মূল্যের ইক্যুইটি কিনেছে। আর তাদের এই অর্থের প্রবাহ ১৬.৯ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার ধাক্কা সামলে দিয়েছে।

বিশ্ব বাজারে ভারতের কী অবস্থান?

বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বাজারগুলোর তুলনায় ভারতের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার তুলনায় অনেক কম। যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি রক্ষাকবচের মতো। জেফরিজের বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, আয়ের সম্ভাবনা বাড়ায় এবং সম্ভাব্য ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির আশায় বিদেশী বিনিয়োগ আগামীতে আরও বাড়তে পারে। কর্পোরেট প্রফিট ও ঘরোয়া বিনিয়োগের এই যুগলবন্দী আগামী দিনে ভারতের বাজারকে আরও স্থিতিশীল করতে পারে ও বাজারের বৃদ্ধি আরও বেশি হতে পারে।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।