Mukesh Ambani: মুকেশ আম্বানির থেকেও বেশি বেতন পান রিলায়েন্সের এই কর্মী, জানেন তিনি কে?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 12, 2023 | 11:17 AM

RIL: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি সফল ব্যবসায়ীদের মধ্যে একজন। দেশজুড়ে তাঁর বিপুল ব্যবসা রয়েছে। টেলিকম থেকে রিটেল- বিভিন্ন ক্ষেত্রে মুকেশ আম্বানির ব্যবসা প্রসারিত। কিন্তু, তাঁর বেতন অন্য কর্মীর তুলনায় কম।

Mukesh Ambani: মুকেশ আম্বানির থেকেও বেশি বেতন পান রিলায়েন্সের এই কর্মী, জানেন তিনি কে?
নিখিল মেসওয়ানি ও মুকেশ আম্বানি।

Follow Us

মুম্বই: ভারতের অন্যতম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি সফল ব্যবসায়ীদের মধ্যে একজন। দেশজুড়ে তাঁর বিপুল ব্যবসা রয়েছে। টেলিকম থেকে রিটেল- বিভিন্ন ক্ষেত্রে মুকেশ আম্বানির ব্যবসা প্রসারিত। কিন্তু, তারপরেও মুকেশ আম্বানির বেতন তাঁর সংস্থার কর্মীর তুলনায় কম। শুনতে অবিশ্বাস্য লাগছে! এটাই বাস্তব। তাঁর বেতনের প্রায় দেড় গুণ বেশি বেতন পান রিলায়েন্স গোষ্ঠীরই অন্য এক পদস্থ কর্মী। তিনি মুকেশ আম্বানির ছেলেও নন। তবু তাঁর বেতন সংস্থার সকলের চেয়ে বেশি।

কে RIL-এর সবচেয়ে বেশি বেতন উপভোক্তা?

RIL-এর সবচেয়ে বেশি বেতন উপভোক্তার নাম নিখিল মেসওয়ানি। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মী সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার। এঁদের সকলের থেকে সবচেয়ে বেশি বেতন পান তিনি।

কে নিখিল মেসওয়ানি?

নিখিল মেসওয়ানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কেমিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত। তবে তাঁর আরও একটা পরিচয় রয়েছে। রিলায়েন্স-কর্তা মুকেশ আম্বানির ভাগ্না হলেন নিখিল মেসওয়ানি। RIL-এর পেট্রোকেমিক্যাল ব্যবসার দায়িত্বে রয়েছেন তিনি। পাশাপাশি মুকেশ আম্বানির আইপিএল ক্রিকেট দল মুম্বই ইন্ডিয়ান্স-এর তদারকিও করেন তিনি।

নিখিল মেসওয়ানির বেতন কত?

RIL-এর পেট্রোকেমিক্যাল ব্যবসার ভারপ্রাপ্ত নিখিল মেসওয়ানির বর্তমানে বার্ষিক বেতন ২৪ কোটি টাকা, যা RIL-এর চেয়ারম্যানের বেতনের তুলনায় প্রায় দেড়গুণ বেশি।

মুকেশ আম্বানির বেতন কত?

RIL-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির বার্ষিক বেতন ১৫ কোটি টাকা। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, বিগত ৩ বছর ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন মুকেশ আম্বানি। আগামী ৫ বছরও তিনি বেতন না নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

Next Article