AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UNION BUDGET: KYC-তে আসছে বদল! বাজেটে বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর

Union Budget: ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে KYC (Know Your Customer) আপডেট করার প্রয়োজন পড়ে। প্রতারণার সম্ভাবনা এড়াতে ও গ্রাহকদের ঝুঁকি কমাতে এই KYC আপডেট করতে হয়।

UNION BUDGET: KYC-তে আসছে বদল! বাজেটে বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর
Image Credit: PTI
| Updated on: Feb 01, 2025 | 1:55 PM
Share

নয়া দিল্লি: পেশ হল কেন্দ্রীয় বাজেট। ২০২৫-২৬ অর্থবর্ষের রুপরেখা তৈরি হল অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের পেশ করা বাজেটে। শনিবার সকাল ১১ টায় বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। কৃষি, শিক্ষা, বাণিজ্যের মতো ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সেই সঙ্গে বাজেটে অর্থমন্ত্রী কেওয়াইসি (KYC) নিয়ে বিশেষ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, KYC রেজিস্ট্রি তৈরি হবে শীঘ্রই।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে KYC (Know Your Customer) আপডেট করার প্রয়োজন পড়ে। প্রতারণার সম্ভাবনা এড়াতে ও গ্রাহকদের ঝুঁকি কমাতে এই KYC আপডেট করতে হয়। নির্দিষ্ট সময় অন্তর সেই KYC আপডেট করার একটা ব্যবস্থা যাতে থাকে, সেই ব্যবস্থা করছে কেন্দ্র। বাজেটে জানিয়েছেন নির্মলা সীতারামন।

একই সঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, KYC-র প্রক্রিয়া সরলতর করা হবে। চলতি বছরেই তৈরি হবে KYC রেজিস্ট্রি। KYC-র ক্ষেত্রে সাধারণত গ্রাহকদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিতে হয় প্রমাণ হিসেবে। সে ক্ষেত্রে তথ্য় যাতে আরও সুরক্ষিত থাকে, সেদিকে গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে। ফলে সাধারণ মানুষের তথ্য় ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে।

এছাড়াও দুটি বা একাধিক সংস্থা মার্জ করা বা মিলে যাওয়ার প্রক্রিয়াও হবে আরও সহজ। ফাস্ট ট্র্যাক মার্জারের সুযোগ থাকবে। ফলে, ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হবে বলে মনে করছে কেন্দ্র।