মুম্বই: দেশের ধনীতম তো বটেই, বিশ্বেরও অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী (Mukesh Ambani)। সম্পত্তির নিরিখে তাঁর স্ত্রী নীতা অম্বানী(Nita Ambani)-ও কম যান না। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ২৫০ কোটি টাকা। ভারতের সবথেকে দামি বাড়ি অ্যান্টিলিয়ায় থাকেন তাঁরা, সেই বাড়িরও দাম ১৫ হাজার কোটি টাকা। স্বাভাবিকভাবেই তাঁদের জীবনযাত্রাও এমনই দামি হবে। নীতা অম্বানীর দিনের শুরু হয় এক কাপ চা দিয়ে। বিদেশ থেকে আমদানি করা চায়ের দাম ছাড়ুন, যে কাপে ওই চা পরিবেশন করা হয়, তার দাম শুনলেই চোখ কপালে উঠবে। নীতা অম্বানী যে চায়ের কাপে চুমুক দিয়ে চোখ খোলেন, তার দাম মাত্র দেড় কোটি টাকা!
পোশাক, সাজসজ্জার ক্ষেত্রে যেমন ব্যক্তিগত পছন্দ রয়েছে, তেমনই বাসনপত্র নিয়েও ভীষণই শৌখিন নীতা অম্বানী। তিনি রোজ সকালে যে কাপে চা খান, সেই টি-সেটের দাম ১.৫ কোটি টাকা। এক একটি কাপের দামই ৩ লক্ষ টাকা, যা দেশের একটি বড় অংশের মানুষের বার্ষিক আয়ের থেকেও বেশি।
নীতা অম্বানী যে টি-সেটটি ব্যবহার করেন, তা জাপান থেকে আনানো। জাপানের সবথেকে পুরনো ক্রকারি কোম্পানি নোরিটেক এই কাপের সেট তৈরি করেছে। চিনামাটি দিয়ে তৈরি করা প্রতিটি কাপে সোনা ও প্ল্যাটিনাম প্লেটিং করা।