
নয়া দিল্লি: স্কুল-কলেজ থেকে শুরু করে অফিস বা ব্যাঙ্ক- যে কোনও কাজেই আধার কার্ড (Aadhaar Card) জরুরি। আধারের গুরুত্ব কতটা, তা এখন নতুন করে বলার প্রয়োজন রাখে না। আধার কার্ডে যদি কোনও ভুল থাকে, তাহলে তার মধ্যে বেশ কিছু তথ্য অনলাইনে পরিবর্তন করা যায়। তবে সবথেকে বেশি সমস্যা হয় মোবাইল নম্বর নিয়ে। যদি আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক না করা থাকে বা পরিবর্তন করতে হয়, তাহলে আধার সেন্টারে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এবার আধার কার্ড নিয়ে আপনার এই ঝক্কি কমতে চলেছে। বাড়িতে বসেই এবার আপনি আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করতে বা পরিবর্তন করতে পারবেন।
আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেনটিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। আনা হচ্ছে আপগ্রেডেড আধার অ্যাপ। এই নতুন অ্যাপের মাধ্যমে ফোন নম্বর যোগ বা পরিবর্তন করা যাবে। সরাসরি মোবাইল থেকেই আপডেট করা যাবে।
ইউআইডিএআই-র তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, নতুন অ্যাপে মোবাইল নম্বর আপডেটের সুবিধা পাওয়া যাবে। ওটিপি ভেরিফিকেশন ও ফেস অথেনটিকেশনের মাধ্যমে এই নম্বর আপডেট করা যাবে। এর ফলে গ্রাহকদের আর আধার সেন্টারে যেতে হবে না।
বহুদিন ধরেই সাধারণ মানুষ এই পরিষেবার অনলাইন সুবিধা আনার অনুরোধ করা হচ্ছিল। যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, ব্য়াঙ্ক বা অন্য কোনও অথেনটিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকতেই হয়।
এবার অ্যাপের মাধ্যমেই সেই কাজ হয়ে যাবে। শীঘ্রই গুগল প্লে স্টোপ ও অ্যাপেল অ্যাপ স্টোরে আধারের এই অ্যাপ পাওয়া যাবে। ব্যবহারকারীদের এই নতুন অ্যাপ ব্যবহার করে মতামত জানাতেও বলেছে ইউআইডিএআই।
প্রসঙ্গত, সম্প্রতি ২ কোটিরও বেশি আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এই আধার কার্ডগুলির মালিক আর বেঁচে নেই। সেই কারণেই অপব্যবহার রুখতে আধার কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে।