Air Conditioner: ২৫ হাজার নয়, ২৫০০ টাকাতেই AC! এই স্কিম না জানলে বড় মিস করবেন

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 23, 2025 | 1:38 PM

AC on Rent: গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখন যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে ফ্যানের হাওয়ায় আর চলে না। এসি চাই-ই চাই। তবে এখন এসির যা দাম, ৩৫-৪০ হাজারের নীচে কোনও এসি নেই। আবার যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাদেরও এসি কেনা নিয়ে সমস্যা। তাহলে কী করবেন?

Air Conditioner: ২৫ হাজার নয়, ২৫০০ টাকাতেই AC!  এই স্কিম না জানলে বড় মিস করবেন
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

নয়া দিল্লি: মার্চ মাসেই গরমে হাঁসফাঁস অবস্থা। এই গরমে দিনের বেলায় রাস্তায় বেরনোই দায়। গলদঘর্ম হয়ে বাড়ি ফিরে সবাই চান একটু স্বস্তি। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখন যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে ফ্যানের হাওয়ায় আর চলে না। এসি চাই-ই চাই। তবে এখন এসির যা দাম, ৩৫-৪০ হাজারের নীচে কোনও এসি নেই। আবার যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাদেরও এসি কেনা নিয়ে সমস্যা। তাহলে কী করবেন?

এই সমস্যার সমাধানেই নতুন এক ব্যবস্থা চালু হয়েছে। এসি আর কিনতে হবে না। আপনি ভাড়া করতে পারবেন এসি। সারা বছর খরচ বহন করার দরকারও নেই। গরমে যে ক’টা মাস দরকার, সেই সময়টুকুই এসি ভাড়া নিতে পারবেন।

বর্তমানে বিভিন্ন অনলাইন সাইট রয়েছে, যেখানে এসি ভাড়া পাওয়া যায়। রেন্টোমোজো বা সিটিফার্নিশের মতো একাধিক অনলাইন সাইট রয়েছে, যেখানে কম খরচেই এসির ভাড়া পাওয়া যায়। এই যেমন RentoMojo-তে ১.৫ টনের ৩ স্টার এসির মাসিক ভাড়া মাত্র ২১০৫ টাকা। প্রথমবর যদি এসি ভাড়া নেন, তবে ডিপোজিট বাবদ ২৫৯৯ টাকা দিতে হয়, যা পরে ফেরত পাওয়া যায়।

আবার সিটিফার্নিশ অ্যাপে ১.৫ টনের ৩ স্টার এসির খরচ পড়বে ২৪৯৯ টাকা। ১.৫ টনের উইন্ডো এসির মাসিক ভাড়া পড়বে ১৬৯৯ টাকা। এই সাইটগুলি থেকে ১ ও ২ টনের এসিও ভাড়া পাওয়া যায়। তবে এসি ভাড়া নেওয়ার আগে অবশ্যই রিভিউ দেখে নেবেন।