
২০২৬ সালে দাঁড়িয়ে যখন প্রযুক্তি আকাশ ছুঁয়ে ফেলেছে, তখনও দুর্বল মোবাইল নেটওয়ার্ক যেন আবার আদিম যুগের কথা মনে করিয়ে দেয়। কখনও কথা বলতে বলতে কল কেটে যায়, আবার কখনও জরুরি ইমেইল পাঠানোর সময় ইন্টারনেট কাজ করে না। প্রায়শই এই সমস্যা দেখা দেয়। এর জন্য অনেকেই সিম কোম্পানি বা ইন্টারনেট প্রোভাইডারকে দোষ দেয়, কিন্তু সব সময় যে তাদেরই দোষ-তা নয়। অনেক সময় ফোনের একটি ছোট সেটিং বা জমে থাকা ধুলো সমস্যার আসল কারণ হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক ৫টি কার্যকর উপায়, যেগুলি মেনে চললে আপনার ফোনের নেটওয়ার্ক সিগন্যাল শক্তিশালী হয়ে উঠবে।
এটি সবচেয়ে পুরনো ও কার্যকর পদ্ধতি। যখনই দেখবেন ফোনে সিগন্যাল কমে যাচ্ছে বা টাওয়ার আসছে না, তখন এয়ারপ্লেন মোড (Airplane Mode) অন করুন। প্রায় ১৫ সেকেন্ড অপেক্ষা করে আবার বন্ধ করুন। এতে আপনার ফোন কাছাকাছি নেটওয়ার্ক টাওয়ারের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করে, সিগন্যাল শক্তিশালী করে।
যেমন আমরা ক্লান্ত হলে ঘুম দরকার, তেমনই ফোনেরও মাঝে মাঝে রিস্টার্ট প্রয়োজন। যদি এয়ারপ্লেন মোডে কাজ না হয়, তাহলে ফোন রিস্টার্ট (Restart) করুন। এতে ফোনের হার্ডওয়্যার রিফ্রেশ হয় এবং ফোন আবার সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক টাওয়ার খুঁজে পায়।
অনেকেই ফোনে 5G বা Auto Mode চালু রাখেন। কিন্তু বাস্তবে এখনও বহু এলাকায় 5G নেটওয়ার্ক দুর্বল। ফলে ফোন বারবার নেটওয়ার্ক বদলাতে গিয়ে সিগন্যাল হারায়। যদি আপনার এলাকায় 5G ঠিকমতো না চলে, তাহলে সেটিংসে (Settings) গিয়ে Network Mode-এ ক্লিক করুন। এবার ম্যানুয়ালি 4G/LTE সেট করুন। এতে কল ও ইন্টারনেট অনেক বেশি স্থিতিশীল হবে।
আপনি কি জানেন, সিম কার্ডে জমে থাকা ধুলোও নেটওয়ার্ক সমস্যার কারণ হতে পারে? ফোন বন্ধ করে সিম কার্ড বের করুন। একটি নরম, শুকনো কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিন। এই ছোট কাজটিই অনেক সময় নেটওয়ার্ক উন্নত করে দেয়।
মোবাইল সিগন্যাল সহজে মোটা দেয়াল বা কংক্রিট ভেদ করে যেতে পারে না। আপনি যদি বেসমেন্ট, লিফট বা ঘন দেয়ালের ঘরে থাকেন, তাহলে দুর্বল সিগন্যাল আসা স্বাভাবিক। ভাল নেটওয়ার্কের জন্য জানালার কাছে যান বা খোলা ঘরে বসুন। অনেক সময় ঘরের এক কোণ থেকে আরেক কোণে গেলেই ইন্টারনেটের গতি বেড়ে যায়।