
পতঞ্জলিকে আমরা চিনি এফএমসিজি ও আয়ুর্বেদিক পণ্য প্রস্তুতকারক হিসাবে। আর এই সংস্থা এবার তার গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ডও অফার করছে। পতঞ্জলি এবার ক্রেডিট কার্ডের জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি ও আরবিএল ব্যাঙ্কের সঙ্গে সহযোগিতার চুক্তি করেছে। আসলে এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলো গ্রাহকদের বিশেষ ছাড় বা অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্যই তোইরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরবিএল ব্যাঙ্ক গ্রাহকদের দুই ধরনের ক্রেডিট কার্ড অফার করে। গোল্ড ও প্ল্যাটিনাম। এই দুই কার্ডই পতঙজলি স্টোরে কেনাকাটার সময় দারুণ কিছু সুবিধা দিয়ে থাকে। গোল্ড কার্ড প্রতি মাসে ৭৫০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক দিয়ে থাকে। অন্যদিকে, প্ল্যাটিনাম কার্ড মাসে ৫ হাজার টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক অফার করে থাকে।
পতঞ্জলির সঙ্গে চুক্তি অনুযায়ী পিএনবি রুপে সিলেক্ট ও রুপে প্ল্যাটিনাম কার্ড চালু করেছে। এই কার্ডগুলো কেবলমাত্র পতঞ্জলি দোকানে নয় তার বাইরেও একাধিক জায়গায় বিভিন্ন ধরনের অফারে প্রযোজ্য। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রথম লেনদেনে ৩০০-এর বেশি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এ ছাড়াও রয়েছে বিমা ও ৩০০-এর বেশি মার্চেন্ট অফারও। এ ছাড়াও পতঞ্জলি স্টোরে ২ হাজার ৫০০ টাকার বেশি কেনাকাটায় ২ শতাংশ ক্যাশব্যাকও পাবেন।
পতঞ্জলির স্বদেশি সমৃদ্ধি কার্ড রয়েছে যাদের, তাঁদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। এই কার্ড ব্যবহারকারীরা পিএনবি পতঞ্জলি কার্ড ব্যবহার করে রিচার্জ বা অতিরিক্ত লেনদেন করলে বাড়তি ৫ থেকে ৭ শতাংশ ক্যাশব্যাক পাবেন। যাঁরা পতঞ্জলির নিয়মিত গ্রাহক, আসলে তাঁদের জন্যই এই বিশেষ অফারটি নিয়ে আসা হয়েছে, যাতে তাঁরা প্রতিটি কেনাকাটায় আরও বেশি সুবিধা পেতে পারেন।