
নয়া দিল্লি: দেখতে দেখতেই চলে এল বছরের শেষলগ্ন। বছরের শেষ মাস, ডিসেম্বর শুরু হচ্ছে সোমবার থেকে। নভেম্বরে যেমন একাধিক ডেডলাইন ছিল, তেমনই ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে বহু নতুন নিয়ম, যা প্রভাব ফেলবে সাধারণ মানুষদের উপরে। ট্যাক্স জমা দেওয়া থেকে শুরু করে পেনশন, জ্বালানি ও রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসবে। এই নিয়ম বদল সকলের জেনে রাখা দরকার।
প্রতি মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে এবং সেই অনুযায়ী দেশে রান্নার গ্য়াসের দাম বাড়ানো বা কমানো হয়। ডিসেম্বর মাসেও পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী দাম কমতে বা বাড়তে পারে। এর আগে নভেম্বর মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সামান্য কমেছিল।
কেন্দ্রীয় সরকারের কর্মী যারা, তাদের হাতে আজ অর্থাৎ ৩০ নভেম্বরই রয়েছে নিজেদের পেনশন স্কিম বদল করার। কেউ চাইলে ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে নতুন ইউনিফায়েড পেনশন স্কিমে পরিবর্তন করতে পারেন। ১ ডিসেম্বর থেকে এই সুবিধা আর পাওয়া যাবে না।
যারা পেনশনভোগী, তাদের বছরের শেষভাগে এসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এই বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছিল ৩০ নভেম্বর। আগামিকাল, ১ ডিসেম্বর থেকে আর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে না। যদি কেউ লাইফ সার্টিফিকেট জমা না দেন, তাহলে পেনশন বন্ধ হয়ে যাবে। ব্যাঙ্ক, ডাক অফিসে গিয়ে বা অনলাইনে জীবন প্রমাণ সিস্টেমের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন।
৩০ নভেম্বরের মধ্যেই টিডিএস সহ একাধিক আয়কর সংক্রান্ত ফাইলিং বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে আয়কর আইনের ১৯৪-আইএ, ১৯৪-আইবি, ১৯৪এম ও ১৯৪এস।
১ ডিসেম্বর এভিয়েশন টার্বাইন ফুয়েলের দামও পর্যালোচনা করা হবে। যদি এটিএফের দাম বাড়ে, তাহলে বিমানের টিকিটও দামী হবে।