তূণে এবার নতুন বাণ, আরও এআই ফিচার নিয়ে এল Gemini!

Gemini, Google Slide: আর্টিকেল বা রিসার্চ পেপার আপলোড করুন, আর তারপর ছোট্ট একটা প্রম্পট লিখুন। ব্যস, মুহূর্তের মধ্যে আপনার নথি থেকে মূল তথ্যগুলি বিশ্লেষণ করে জেমিনাই নিজেই তৈরি করবে স্লাইড। এই স্লাইডগুলি একটি নির্দিষ্ট থিম এবং প্রাসঙ্গিক ছবি সহই তৈরি হয়ে যাবে।

তূণে এবার নতুন বাণ, আরও এআই ফিচার নিয়ে এল Gemini!
নতুন ভাবে তৈরি জেমিনাই!Image Credit source: Getty Images

Oct 30, 2025 | 5:41 PM

গুগল জেমিনাই এবার হল আরও উন্নত। কৃত্রিম বুদ্ধিমত্তার আউটপুট এগিয়ে গেল আরও একধাপ। এখন আর শুধু চ্যাটবট বা ছবি তৈরি নয়, ‘ক্যানভাস’ টুলের মাধ্যমে কয়েক সেকেন্ডের আপনাকে প্রেজেন্টেশন তৈরি করে দেবে গুগল জেমিনাই। চাকরিজীবী থেকে পড়ুয়া, সকলের জন্যেই সময় বাঁচাবে, কাজ এবার আরও সহজ হল এবার।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?

আর্টিকেল বা রিসার্চ পেপার আপলোড করুন, আর তারপর ছোট্ট একটা প্রম্পট লিখুন। ব্যস, মুহূর্তের মধ্যে আপনার নথি থেকে মূল তথ্যগুলি বিশ্লেষণ করে জেমিনাই নিজেই তৈরি করবে স্লাইড। এই স্লাইডগুলি একটি নির্দিষ্ট থিম এবং প্রাসঙ্গিক ছবি সহই তৈরি হয়ে যাবে। এর ফলে, আপনাকে একেবারে শুরু থেকে কাজ শুরু করতে হবে না। যেমন, আপনি লিখতে পারেন: ‘জলবায়ু পরিবর্তনের উপর একটি শিক্ষামূলক প্রেজেন্টেশন তৈরি করুন’।

আপনি কী কী সুবিধা পাবেন?

নতুন এই এআই মডেল আপনার পরিশ্রম কমানোর জন্যই তৈরি করা হয়েছে। একটি ১২-স্লাইডের প্রোডাক্ট লঞ্চ ডেক থেকে শুরু করে একটি ৬-স্লাইডের কেস স্টাডি, সবই হবে চোখের পলকে।

ক্লাসের নোট বা রিসার্চ ডকুমেন্ট আপলোড করে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করতে পারবে পড়ুয়ারা। কোনও সেল রিপোর্ট বা প্রচারের রিপোর্ট থেকে সহজেই তৈরি করা ফেলা যাবে একাধিক স্কাইড সমন্বিত একটি প্রেজেন্টেশন।

জেমিনাইতে তৈরি হওয়া প্রেজেন্টেশন সরাসরি গুগল স্লাইডে এক্সপোর্ট করা যাবে। সেখানে আপনি নিজের মতো বদলে নিতে পারবেন বা সহকর্মীদের সঙ্গেও কোলাবোরেশন করতে পারবেন।

গুগল নিশ্চিত করেছে যে এই ক্ষমতাটি প্রথমে প্রো গ্রাহকদের জন্য চালু হচ্ছে। তবে খুব শীঘ্রই অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যক্তিগত এবং Workspace অ্যাকাউন্টের সকল ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি যে কোনও ধরনের কাজের ধরন বদলে দেবে। ফলে, ঘণ্টার পর ঘণ্টা স্লাইড বা প্রেজেন্টেশন তৈরির পিছনে কাটানোর দিন শেষ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পর বাকি কাজটুকু করতে শুধুমাত্র মানুষের বুদ্ধি কাজে লাগবে। এআই-এর এই নতুন অগ্রগতি নিঃসন্দেহে আমাদের কাজের গতি বাড়াবে।