Patanjali: এবার বীমা সেক্টরেও পতঞ্চলি! নতুন মাইলফলক তৈরি করতে চলেছেন যোগগুরু রামদেব

Mar 22, 2025 | 12:25 AM

Patanjali: শুরু থেকেই আয়ুর্বেদিক পণ্যের ক্রমবর্ধমান চাহিদা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে প্রাকৃতিক এবং ভেষজ উপাদানের উপর নির্ভর করেই নিজেদের পণ্য তৈরির উপর জোর দিয়ে এসেছে পতঞ্জলি। জোর দিয়েছে দেশীয় পণ্যের প্রচারের উপরেও।

Patanjali: এবার বীমা সেক্টরেও পতঞ্চলি! নতুন মাইলফলক তৈরি করতে চলেছেন যোগগুরু রামদেব
নতুন দুনিয়ায় পা পতঞ্জলির
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আয়ুর্বেদ, FMCG-র ব্যবসার পাশাপাশি এবার নতুন রাস্তায় পা। বীমা খাতেও প্রবেশ করে ফেলেছে যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ। ম্যাগমা জেনারেল ইন্স্যুরেন্সের একটি বড় অংশীদারিত্ব এই মুহূর্তে পতঞ্জলির হাতে। তা নিয়েই এখন বীমা সেক্টরে জোর চর্চা। অনেকেই বলছেন, ঠিক মতো এগিয়ে গেলে অচিরেই বীমার দুনিয়ায় জাঁকিয়ে বসতে পারে পতঞ্জলি। বড় ছাপ রাখতে পারে দেশের অর্থনীতির খাতে। 

বীমার মতো আর্থিক পরিষেবায় প্রবেশ করার পাশাপাশি সংস্থার চারটি গ্রুপ কোম্পানিকেও দ্রুত আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত করা হতে পারে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে প্রসাধনী সামগ্রী (Beauty and Personal Care) তৈরির উপরেও জোর দিচ্ছে পতঞ্জলি। যার মধ্যে রয়েছে শ্যাম্পু, সাবান, ফেসওয়াশ এবং লোশনের মতো প্রাকৃতিক ও আয়ুর্বেদিক পণ্য। এখানেই শেষ নয়, এথনিক পোশাকের দুনিয়াতেও পা গলিয়েছে পতঞ্জলি। তৈরি করছে হাল ফ্যাশনের কুর্তা, পায়জামা, জিন্স।

প্রসঙ্গত, শুরু থেকেই আয়ুর্বেদিক পণ্যের ক্রমবর্ধমান চাহিদা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে প্রাকৃতিক এবং ভেষজ উপাদানের উপর নির্ভর করেই নিজেদের পণ্য তৈরির উপর জোর দিয়ে এসেছে পতঞ্জলি। জোর দিয়েছে দেশীয় পণ্যের প্রচারের উপরেও। যার মাধ্যমে স্বাস্থ্যকর জীবনধারা এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রচার ও প্রসারের উপর জোর দিয়ে আসছে যোগগুরু রামদেবের এই সংস্থা। গোটা দেশেই রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। শুধু দেশেই নয়, বিদেশেও রয়েছে ব্যাপক চাহিদা। আমেরিকা, ইউরোপ, আফ্রিকার দেশগুলিতেও রফতানি হচ্ছে পতঞ্জলির প্রোডাক্ট। যোগব্যায়াম এবং আয়ুর্বেদিক গবেষণা কেন্দ্র স্থাপনের মাধ্যমে চলছে নিরন্তর গবেষণা।