কালোবাজারির যুগে জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার। কালোবাজারি ও জাল নোট রুখতেই কেন্দ্রে ক্ষমতায় এসে রাতারাতি নোটবন্দির ঘোষণা করেছিল মোদী সরকার। কিন্তু তাতেও রেহাই মেলেনি। শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে (FY 2021-2022) প্রায় সব মূল্যের টাকার সংখ্যা বেড়ে গিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি হয়েছে ৫০০ টাকার নোটে। গত বছরের তুলনায় ১০১.৯ শতাংশ বেশি ৫০০ টাকার জাল নোট মিলেছে। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ৫০০ টাকার নোটের সংখ্যা বেড়ে ৪,৫৫৪.৬৮ কোটিতে দাঁড়িয়েছে। গত বছর এই সময় যেখানে সংখ্যাটা ছিল ৩,৮৬৭.৯০ কোটি। এর ফলে রাস্তা-ঘাটে, বাজার বা যেকোনও লেনদেনের জায়গায় কিছুটা সতর্ক হন। লেনদেনের সময় ভাল করে পরখ করে নিন আসল নোটই পাচ্ছেন কি না। নয়তো বড় লোকসানের মুখোমুখি হতে পারেন আপনিও।
কীভাবে জানবেন ৫০০ টাকার নোটটি জাল না আসল?