
আপনি আধার কার্ড আপডেট করেছেন? যদি না করে থাকেন, তাহলে আপনার পকেট থেকে খসতে পারে বেশ অনেকটা টাকা। কী মনে হচ্ছে? এমন হতেই পারে না? আসলে, আগামী ১ নভেম্বর থেকে আসতে চলেছে একটা নতুন নিয়ম। আর সেই নিয়মে বাড়তে চলেছে আধার আপডেটের খরচ। এই নিয়ে কিছুদিন আগেই একটা নির্দেশিকা প্রকাশ করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
ইউআইডিএআই জানিয়েছে আগে নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বর আপডেট করার জন্য খরচ হত ৫০ টাকা। আগামীতে এই খরচ বেড়ে হতে চলেছে ৭৫ টাকা। এ ছাড়াও বাড়তে চলেছে আঙুলের ছাপ, চোখের রেটিনা আপডেটের খরচও। আগামীতে এই আপডেটের জন্য দিতে হবে ১২৫ টাকা। যদিও, ২০২৬ সালের জুন পর্যন্ত ডকুমেন্ট আপডেট করা যাবে বিনামূল্যে।
তবে আধারের বিভিন্ন তথ্য আপডেটের জন্য খরচ বাড়লেও শিশুদের জন্য ম্যান্ডেটরি আধার আপডেটের জন্য কোনও খরচ লাগবে না। ৫ থেকে ৭ বছর ও ১৫ থেকে ১৭ বছর বয়সীদের জন্য এই ম্যান্ডেটরি আধার আপডেটের ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেটও হবে। যদিও এই আপডেটের জন্য কোনও ফি নেওয়া হবে না, জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
ইউআইডিএআই আরও জানিয়েছে, বাধ্যতামূলক প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডপ লিঙ্ক করতে হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা এই কাজ করতে ব্যর্থ হবেন, তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এ ছাড়াও তারা জানিয়েছে, আগামীতে নতুন মোবাইল অ্যাপ ও ই-আধার চালু করার প্রস্তুতিও নিচ্ছে ইউআইডিএআই। এই অ্যাপ ব্যবহার করে নাম, ঠিকানা, জন্ম তারিখের মতো বিষয়গুলো আপডেট করা যাবে।