2000 Rupees Note: ২০০০ টাকার নোটের অফার, কেউ দিচ্ছে বাড়তি মাংস, বিকোচ্ছে পোশাকও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 26, 2023 | 7:52 AM

2000 Rupees Note: আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বদল করা যাবে।

2000 Rupees Note: ২০০০ টাকার নোটের অফার, কেউ দিচ্ছে বাড়তি মাংস, বিকোচ্ছে পোশাকও
ফাইল ছবি
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। সম্প্রতি সেই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর সেই ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও আপাতত ব্যাঙ্কে নোট পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে আরবিআই। তবু কাছে থাকা ২০০০ টাকার নোট নিয়ে কোথায় যাবেন, তা ভেবে পাচ্ছেন না অনেকেই।

ব্যাঙ্কে যাওয়ার ঝামেলা এড়াতে অনেকেই নানা পন্থা অবলম্বন করছেন সাধারণ মানুষ। কেউ ২০০০ টাকার নোট দিয়ে সোনা কিনে নিচ্ছেন, কেউ অনলাইনে খাবার কেনার সময় নগদের অপশন বেছে নিচ্ছেন।

সম্প্রতি দিল্লিতে এক মাংস বিক্রেতা একটি পোস্টার দিয়ে জানিয়েছেন, ২০০০ টাকার মাংস কিনলে, তিনি ২১০০ টাকার মাংস দেবেন। বদলে তিনি ২০০০ টাকার নোট নেবেন এই পোস্টার দেখে অনেকেই লাইন দিয়েছেন সেই দোকানে।

মধ্য প্রদেশের একটি পোশাকের দোকানও এই সুযোগকে কাজে লাগিয়েছে। তাদের অফার, তারা ক্রেতার কাছ থেকে ২০০০ টাকার নোট নেবে, তবে তার বদলে, ২০০০ টাকার কেনাকাটা করতে হবে। অনেক ক্রেতাও এই অফারে আগ্রহ দেখাচ্ছেন।

উল্লেখ্য, আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বদল করা যাবে। একসঙ্গে ১০ টি পর্যন্ত নোট বদল করা যাবে ব্য্যাঙ্কে। নোট বদল করার জন্য কোনও বাড়তি ঝামেলাও নেই, উদ্বেগের প্রয়োজনও নেই।

Next Article