Oil Import: আমেরিকাকে কাঁচকলা, তেলের গুডবুকে এখনও রাশিয়াই, জানাল State Bank Of India

State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, বর্তমানে দেশের আমদানি করা তেলের বেশিরভাগটাই আসে রাশিয়া থেকে। ২০২১-২২ অর্থবর্ষে ৪০ লক্ষ টন অপরিশোধিত তেল রাশিয়া থেকে কিনেছিল ভারত।

Oil Import: আমেরিকাকে কাঁচকলা, তেলের গুডবুকে এখনও রাশিয়াই, জানাল State Bank Of India
Image Credit source: tommy/DigitalVision Vectors/Getty Images

Aug 11, 2025 | 4:02 PM

গত ৫ বছরে রাশিয়া থেকে ধাপে ধাপে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে ভারত। এর মধ্যে সবার আগে রয়েছে দেশের অর্থনৈতিক স্বার্থ। কারণ, বাজারের থেকে বেশ কিছুটা সস্তায় ভারতকে তেল বিক্রি করে পুতিনের দেশ। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করেছে আমাদের দেশ। আর সেই বিষয়েই ট্রাম্পের চক্ষুশূল হয়েছে ভারত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, বর্তমানে দেশের আমদানি করা তেলের বেশিরভাগটাই আসে রাশিয়া থেকে। ২০২১-২২ অর্থবর্ষে ৪০ লক্ষ টন অপরিশোধিত তেল রাশিয়া থেকে কিনেছিল ভারত। যা গত, ২০২৪-২৫ অর্থবর্ষে গিয়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৮ লক্ষ টনে। এই সময়ের মধ্যে ভারত মোট ২৪ কোটি ৫০ লক্ষ টন তেল আমদানি করেছে। আর চলতি অর্থবর্ষে এই আমদানির পরিমাণ বাড়তে পারে আরও অনেকটাই।

রাশিয়ার সঙ্গে ভারতের এই সখ্য একেবারেই ভাল ভাবে নেয়োনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলত, জরিমানা হিসাবে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন তিনি। ফলে, ভারত থেকে আমদানির উপর মোট শুল্ক গিয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। সঙ্গে বন্ধ হয়েছে দ্বিপাক্ষিক আলোচনাও।

রিপোর্ট বলছে, গত অর্থবর্ষে রাশিয়া থেকে সর্বোচ্চ ৩৫.১ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করেছে নয়া দিল্লি। ইরাক থেকে ভারতে এসেছে ১৯.১ শতাংশ ও সৌদি আরব থেকে এসেছে ১৮ শতাংশ তেল। উল্লেখ্য, মস্কোর উপর পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই কম দামে তেল আমদানি শুরু করে নয়া দিল্লি।