Bank Loan: ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে চান? অনলাইনেই করতে পারবেন আবেদন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 08, 2023 | 8:10 AM

Bank Loan: মুদ্রা লোন স্কিম নামে ওই যোজনায় সরকার ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে।

Bank Loan: ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে চান? অনলাইনেই করতে পারবেন আবেদন

Follow Us

নয়া দিল্লি: চাকরি করা মানেই সেই ১০টা- ৫টার ছকে বাঁধা জীবন। কারও অধীনে চাকরি করতে পছন্দ করেন না সবাই। আবার পুঁজির জোর সবসময় এতটাই থাকে না, যে কেউ নিজেই একটা ব্যবসা শুরু করে দেবেন। তাই ব্যবসা শুরু করার জন্য ঋণের ওপর নির্ভর করতে হয়। তবে কেন্দ্রীয় সরকারের একটি স্কিমের অধীনে সহজেই ঋণ পাওয়া যায়, যা দিয়ে কেউ ব্যবসা শুরু করতে পারেন।

মুদ্রা লোন স্কিম নামে ওই যোজনায় সরকার ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। অনলাইনেই সেই লোনের জন্য আবেদন করা যায়। আবেদন করার সময় বেশ কিছু নথি জমা দিতে হবে।

যদি কেউ অনলাইনে ঋণের জন্য আবেদন করতে চান, তাহলে Mudra Loan Scheme-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নথি হিসেবে সেখানে জমা দিতে হবে, ঠিকানার প্রমাণপত্র, ব্যাঙ্কের নথি,বাড়ি বা অফিসের মালিকানার নথি, ব্যবসা করার প্রমাণপত্র, যোগত্যার প্রমাণ ইত্যাদি।

Micro Units Development and Refinance Agency- র নামটাই সংক্ষেপে MUDRA. ছোট ব্যবসার ক্ষেত্রে যাতে টাকা পেতে অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই এই স্কিম চালু করা হয়েছে। কোনও সোশ্যাইটি, ট্রাস্ট, ছোট সংস্থা এই ঋণ পেতে পারেন।

কীভাবে আবেদন করবেন?

১. কেন্দ্রীয় সরকারের Jan Samarth portal-এ গিয়ে Schemes- অপশনের মধ্যে থেকে Business Activity Loan বেছে নিতে হবে। এরপর Pradhan Mantri Mudra Yojana-য় ক্লিক করতে হবে।

২. নীচে নেমে ‘Check Eligibility অপশনে ক্লিক করতে হবে।

৩. Other Business Loan অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর আপনার কী ব্যবসা আছে, কোথায় থাকেন, কত টাকা লাগবে, ব্যবসার পরিধি কেমন, এসব তথ্য জানাতে হবে।

৫. এরপর পোর্টালেই হিসেব দেখানো হবে, আপনি ঠিক কত টাকা ঋণ পাওয়ার যোগ্য।

৬. Calculate Eligibility অপশনে ক্লিক করে ইএমআই-এর মেয়াদ সম্পর্কে জানতে হবে।

৭. ‘Login to Apply ক্লিক করে মোবাইল নম্বর দিতে হবে।

৮. এরপর ধাপে ধাপে এগোলে, কী কী নথি লাগবে, তা দেখানো হবে।

৯. প্যান, আধার, বিজনেস রেজিস্ট্রেশন সব ভেরিফাই হবে।

১০. সবকিছু সাবমিট করলেই পোর্টালে দেখানো হবে কোন কোন ব্যাঙ্ক থেকে আপনি কত টাকা ঋণ নিতে পারেন।

Next Article